নিউজ ডেস্ক:: গাজীপুর মহানগর বিএনপির ৩৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে সোহরাব উদ্দিনকে আহ্বায়ক ও শওকত হোসেন সরকারকে সদস্যসচিব করা হয়েছে। ১ নম্বর যুগ্ম আহ্বায়ক করা হয়েছে এম মঞ্জুরুল করিম রনিকে।
মঙ্গলবার রাতে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভীর সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
যুগ্ম আহ্বায়ক পদ পেলেন যারা
এম মঞ্জুরুল করিম রনি, রকিব উদ্দিন সরকার পাপ্পু, অ্যাডভোকেট মেহেদি হাসান এলিস, আব্দুস সালাম শামীম, সুরুজ আহমেদ।
আহ্বায়ক কমিটির সদস্য
মীর হালিমুজ্জামান ননী, আফজাল হোসেন কায়সার, নাজিম উদ্দিন, ড. মো. সহিদ-উজ্জামান, আহম্মদ আলী রুশদী, এলবার্ট পি কস্টা, মাহাবুব আলম শুক্কুর, হাসান আজমল ভূঁইয়া, হান্নান মিয়া হান্নু, হুমায়ুন কবির রাজু, সরকার জাবেদ আহম্মদ সুমন, জয়নাল আবেদীন তালুকদার, আ ক ম মোফাজ্জল হোসেন, সফিউদ্দিন সফি, সরাফত হোসেন, সুলতান উদ্দিন, আব্দুল খালেক আকন্দ, বশির আহমেদ বাচ্চু, তানভীর সিরাজ, ইদ্রিস আলী, এ এইচ সিরাজুল হক, মোসলেম উদ্দিন চৌধুরী মুসা, মো. সবদের হাসান, আবুল হাসেম, আব্দুর রহিম খান কালা, মনিরুল ইসলাম বাবুল, রবিউল আলম রবি, আলী হোসেন।
কমিটির আহ্বায়ককে কাউন্সিলের মাধ্যমে পূর্ণাঙ্গ মহানগর কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে।