স্পোর্টস ডেস্ক :: চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে জিম্বাবুয়েকে হারিয়ে প্রথম জয় তুলে নিয়েছে নেদারল্যান্ডস। জিম্বাবুয়ের দেওয়া ১১৮ রানের লক্ষ্যে ব্যাট করতে ১২ বল হাতে রেখেই পরম আকাঙিক্ষত জয় পেয়েছে ডাচরা।
টানা তিন ম্যাচ হেরে আগেই বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছিল নেদারল্যান্ডস। তাই শেষ দুটি ম্যাচ ছিল তাদের জন্য নিয়মরক্ষার। কিন্তু বিশ্বকাপের চতুর্থ ম্যাচে এসে জিম্বাবুয়ে হারিয়ে গ্রুপ-২ এর সেমির লড়াই জমিয়ে দিয়েছে ডাচরা। ম্যাচে জিম্বাবুয়ে জয় পেলে সেমির পথে একধাপ এগিয়ে যেত। এতে অনেকটাই কঠিন হয়ে পড়ত বাংলাদেশ ও পাকিস্তানের সেমিতে খেলার স্বপ্ন।
কিন্তু ডাচরা জিম্বাবুয়েকেে আজ ৫ উইকেটে পরাজিত করায় বাংলাদেশ ও পাকিস্তানের সেমিতে খেলার স্বপ্নটা আরেকটু উজ্জ্বল হল। এখন বাংলাদেশ ও পাকিস্তানকে তাদের নিজেদের কাজটুকু করতে হবে। বাংলাদেশকে বাকি দুটি ও পাকিস্তানকে বাকি দুটি ম্যাচ জিততে হবে।
আগে ব্যাট করে ডাচ বোলারদের তোপে পড়ে মাত্র ১১৭ রানে অলআউট হয়ে যায় জিম্বাবুয়ে। জবাবে ম্যাক্স ও’ডাউডের হাফসেঞ্চুরিতে ১২ বল ও ৫ উইকেট হাতে রেখে ১২০ রান সংগ্রহ করে।