নতুন ‘জঙ্গি’ দলের আরও ৫ সদস্য গ্রেফতার

নিউজ ডেস্ক:: নতুন জঙ্গি সংগঠন ‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারকিয়ার’ সঙ্গে জড়িত আরও পাঁচজনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

বুধবার রাজধানীর ডেমরা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন মো. আব্দুল্লাহ (২২),  মো. তাম্বুল ইসলাম (৩৩), মো. জিয়াউদ্দিন (৩৭), মো. হাবিবুল্লাহ (১৯) এবং মো. মাহামুদুল হাসান (১৮)।

বৃহস্পতিবার ঢাকায় এক সংবাদ সম্মেলন করে এই তথ্য নিশ্চিত করেছেন পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের প্রধান মো. আসাদুজ্জামান।

পাঁচজন গ্রেফতার হলেও নতুন জঙ্গি দলটির নেতা শামীম মাহফুজকে এখনো ধরা যায়নি বলে জানিয়েছেন আসাদুজ্জামান।

পুলিশের এ কর্মকর্তা বলেন, দলনেতা শামীম মাহফুজকে গ্রেফতার করা গেলে এই সংগঠনের আদর্শ ও উদ্দেশ্য জানা যাবে।

‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারকিয়ার’ নামে এই সংগঠন জঙ্গি তৎপরতায় নতুন। বাড়ি থেকে বেরিয়ে নিরুদ্দেশ হওয়া কয়েকজন তরুণের বিষয়ে খোঁজ করতে গিয়ে সম্প্রতি নতুন এই জঙ্গি সংগঠনের সন্ধান পায় আইনশৃঙ্খলা বাহিনী।

র‌্যাব বলছে, উগ্রবাদে আকৃষ্ট হয়ে গত দুই বছরে ৫৫ তরুণ বাড়ি ছেড়ে নিখোঁজ হয়েছেন। তাদের মধ্যে ৩৮ জনের একটি তালিকাও তারা প্রকাশ করা হয়েছে। তিন দফায় ওই দলের ১৯ জনকে ইতোমধ্যে গ্রেফতার করা হয়েছে।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *