মিরসরাইয়ে সাগরে ড্রেজারডুবির ঘটনায় ৪ জনের লাশ উদ্ধার

নিউজ ডেস্ক:: চট্টগ্রামের মিরসরাইয়ে সাগরে ড্রেজার ডুবে নিখোঁজ শ্রমিকদের মধ্যে চারজনের লাশ উদ্ধার করা হয়েছে।

এর মধ্যে মঙ্গলবার রাতে একজন এবং বুধবার সকালে তিনজনের লাশ উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া মরদেহগুলো হলো— পটুয়াখালী সদর উপজেলার চর জৈনকাঠি গ্রামের আনিস মোল্লার ছেলে ইমাম মোল্লা, আব্দুল হক মোল্লার ছেলে মাহমুদ মোল্লা ও সেকান্দার বারীর ছেলে জাহিদ বারী। রাতে উদ্ধার হয়েছিল পটুয়াখালীর রহমান ফকিরের ছেলে জাহিদ।

মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মিনহাজুর রহমান বলেন, উদ্ধারকারী ডুবুরি দল সাগরে ডুবে যাওয়া ড্রেজার থেকে বুধবার সকালে তিনটি মরদেহ উদ্ধার করেছে। এ নিয়ে চারজনের মরদেহ উদ্ধার হয়েছে। নিখোঁজ বাকিদের অনুসন্ধান চলছে।

মিরসরাই ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা ইমাম হোসেন পাটোয়ারী বলেন, মঙ্গলবার রাতে একজনের মরদেহ উদ্ধারের পর রাত ১২টায় উদ্ধার অভিযান স্থগিত করা হয়। পুনরায় আজ সকাল ৯টা থেকে উদ্ধার অভিযান শুরু হয়।

উল্লেখ্য, সোমবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার সাহেরখালী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের চায়না হারবার এলাকায় বেড়িবাঁধ থেকে প্রায় ৫০০ ফুট দূরত্বে অবস্থান করছিল এ ড্রেজারটি। ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে সেটি ডুবে গেলে আট শ্রমিক নিখোঁজ হন।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *