চীনের কনস্যুলেটের ভেতর টেনে হিঁচড়ে নিয়ে মারধর

আন্তর্জাতিক ডেস্ক:: যুক্তরাজ্যের ম্যানচেস্টারে অবস্থিত চীনের কনস্যুলেটের ভেতর এক বিক্ষোভকারীকে টেনে হিঁচড়ে নিয়ে মারধর করা হয়েছে। তিনি হংকংয়ের স্বাধীনতাপন্থি বিক্ষোভকারী।

গণমাধ্যম বিবিসি জানিয়েছে, অজ্ঞাত কয়েকজন ব্যক্তি কনস্যুলেটের ভেতর থেকে আসে এরপর একজন ব্যাক্তিতে জোর করে ভেতরে নিয়ে যায়। পুলিশ ও অন্য বিক্ষোভকারীদের সহায়তায় সেই বিক্ষোভকারীকে উদ্ধার করা হয়।

মারধরের শিকার ওই বিক্ষোভকারী গণমাধ্যম বিবিসিকে বলেছেন, তারা আমাকে ভেতরে নিয়ে যায়। তারা আমাকে মারধর করেছে।

কনস্যুলেটের মুখপাত্র পরবর্তীতে জানান, প্রেসিডেন্ট শি জিনপিংয়ের একটি বিকৃত ছবি প্রদর্শন করেছিলেন বিক্ষোভকারীরা। এতে ব্যবস্থা নেওয়া হয়েছে।

যুক্তরাজ্যের পররাষ্ট মন্ত্রণালয় বলেছে তারা এটির কারণ জানতে চেয়েছে। অন্যদিকে ম্যানচেস্টার পুলিশ এ ঘটনার তদন্তে নেমেছে।

জানা গেছে মারধরের শিকার ওই ব্যাক্তির নাম বব। তিনি বিবিসি  চাইনিজকে জানান, মূলভূখণ্ডের (মূল চীন) ব্যক্তিরা, যারা হংকংয়ের বিরোধীতা করে, কনস্যুলেটের ভেতর থেকে আসে এবং তাদের বিক্ষোভ পণ্ড করে দেয়।

বব বলেন, আমরা তাদের আটকানোর চেষ্টা করি। তারা আমাকে ভেতরে টেনে হিঁচড়ে নিয়ে যায়, আমাকে মারধর করে। তিনি জানান, এরপর পুলিশ তাকে বের করে নিয়ে আসে।

বব আরও বলেন, এটি অপ্রয়োজনীয়, তাদের এমনটি করা উচিত হয়নি। যুক্তরাজ্যে আমাদের যা খুশি তা বলার স্বাধীনতা আছে।

এমন ঘটনার পর অন্যান্য বিক্ষোভকারীর উত্তপ্ত হয়ে ওঠেন। তারা কনস্যুলেটের কর্মকর্তাদের উদ্দেশে বিক্ষোভ করতে থাকেন।

কনস্যুলেটের কর্মকর্তারা বিক্ষোভকারীদের রাস্তার অন্য পাশে বিক্ষোভ করার আহ্বান জানিয়েছিলেন।

বিক্ষোভের সময় দুইজন পুলিশ কর্মকর্তা ছিলেন। তারপর উত্তেজনা শুরুর কয়েক মিনিট পর আরও কয়েকজন পুলিশ চলে আসেন।

তারা কনস্যুলেট ভবনের সামনে জড়ো হন, মারামারি থামিয়ে দেওয়া এবং বিক্ষোভকারীদের দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করেন।

একজন পুলিশ সদস্য কনস্যুলেট ভবনের ভেতর প্রবেশ করেন এবং ওই বিক্ষোভকারীকে নিয়ে আসেন।

এরপর হেলমেট এবং নিরাপত্তা সরঞ্জাম পরিহিত আটজন ব্যক্তি কনস্যুলেটের ভেতর চলে যান।

সূত্র: বিবিসি

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *