অবিশ্বাস্য! শামির ৪ বলে ৪ উইকেট হারাল অস্ট্রেলিয়া (ভিডিও)

স্পোর্টস ডেস্ক:: পুরো ম্যাচে একদম শেষ ওভারে গিয়ে বল হাতে পেলেন মোহাম্মদ শামি।  আর সুযোগ পেয়েই নিজের যোগ্যতার প্রমাণ দিলেন।  শুধু প্রমাণই নয়; রীতিমতো অবিশ্বাস্য।

টানা ৪ বলে অস্ট্রেলিয়ার ৩ উইকেট শিকার করেছেন শামি।  মাঝে একটি রান আউট।  অর্থাৎ ৪ বলে ৪ উইকেট!

টি-টোয়েন্টি বিশ্বকাপের অফিসিয়াল প্রস্তুতি ম্যাচ সোমবার শেষ ওভারে এমন অবিশ্বাস্য পারফর্ম করেছেন এ ভারতীয় পেসার। ওভারে স্রেফ ৪ রান দিয়ে তার শিকার ৩ উইকেট। মাঝে একটি রান আউট।

শামির দুর্দান্ত সেই ওভারের কারণে ৬ রানে অস্ট্রেলিয়াকে হারিয়েছে ভারতভ

ব্রিজবেন ক্রিকেট গ্রাউন্ডে আগে ব্যাট করে ১৮৭ রান তুলে ভারত।

সেই লক্ষ্যে দারুণ ব্যাট করে অসিরা।  শেষ ওভারে অস্ট্রেলিয়ার দরকার ছিল ১১ রান।

শামির প্রথম দুই বলে দুটি ডাবল নেন প্যাট কামিন্স।  পরের বলে বাউন্ডারি হাঁকাতে গিয়ে লং-অনে চমৎকার ক্যাচে পরিণত হন বিরাট কোহলি।

পরের বলে ব্যাট ছোঁয়াতে পারেননি অ্যাশটন আগার।  তবু রানের জন্য দৌড় দিলে  কিপারের থ্রোয়ে বল ধরে থ্রো করেই নন স্ট্রাইক প্রান্তের স্টাম্প ভাঙে দেন শামি।

শেষ দুই বলে তার দুর্দান্ত দুটি ইয়র্কারে বোল্ড হন জস ইংলিস ও কেন রিচার্ডসন।  এরইসঙ্গে ভারতের জয় নিশ্চিত হয়।

শামির সেই ওভারটি দেখুন –

 

ম্যাচে হারলে অস্ট্রেলিয়া দলের সুখবর এইযে ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছেন অধিনায়ক অ্যারন ফিঞ্চের। ৫৪ বলে ৭ চার ও ৩ ছক্কায় ৭৬ রান করেছেন তিনি।

ওপেনিংয়ে নেমে মিচেল মার্শ ১৮ বলে করেন ৩৫। স্টিভেন স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, টিম ডেভিডরা কেউ ভালো করতে পারেননি।

এর আড়ে ভারতের ইনিংসে ওপেনিংয়ে নেমে ৩৩ বলে ৬ চার ও ৩ ছক্কায় করেন ৫৭ রান লোকেশ রাহুল। দারুণ ছন্দে থাকা সূর্যকুমার ৩৩ বলে ৬ চার ও এক ছক্কায় খেলেন ৫০ রানের ইনিংস।

ইনিংস বড় করতে পারেননি অধিনায়ক রোহিত শর্মা (১৪ বলে ১৩) ও কোহলি (১৩ বলে ১৯)।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *