আন্তর্জাতিক ডেস্ক:: মেক্সিকোর মধ্যাঞ্চলের শহর ইরাপুয়াতোতে শনিবার একটি বারে অজ্ঞাত বন্দুধকধারীদের নির্বিচার গুলিতে ৬ নারীসহ ১২ জন নিহত হয়েছেন।
স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, এ নিয়ে গুয়ানাওয়াতো রাজ্যে এক মাসেরও কম সময়ের মধ্যে দুটি বড় ধরনের বন্দুক হামলার ঘটনা ঘটল। খবর রয়টার্স ও এএফপির।
ইরাপুয়াতোর দক্ষিণাঞ্চলে এ হামলা তিনজন আহত হয়েছে। বন্দুকধারীদের ধরতে নিরাপত্তা বাহিনীর অভিযান চলছে।
হামলার মোটিভ কী তাৎক্ষণিকভাবে জানা যায়নি। গত ২১ সেপ্টেম্বর এ রাজ্যের তারিমোরো শহরে একটি বারে বন্দুকধারীরা ১০ জনকে গুলি করে হত্যা করে। তারিমোরো ইরাপুয়াতোর ৯৬ কিলোমিটার দক্ষিণপূর্বে অবস্থিত।
কমেন্ট