জুরাইনে গ্যাস লাইন মেরামতের সময় আগুন, দগ্ধ ৬

নিউজ ডেস্ক:: রাজধানীর কদমতলী থানার জুরাইনে গ্যাস লাইনের লিকেজ মেরামত করতে গিয়ে অগ্নিকাণ্ডে ‍ছয় শ্রমিক দগ্ধ হয়েছেন।

শুক্রবার রাত দেড়টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে বলে কদমতলী থানার এসআই আবুল কালাম  আজাদ সাংবাদিকদের জানিয়েছেন।

এ ঘটনায় দগ্ধ হয়েছেন- খলিলুর রহমান (৪৫), সিরাজ (২০) মোহাম্মদ জুম্মন (১৯), আজিজুল হক (৬৫), আব্দুর রহমান (৬০)। তাদেরকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। জিহাদ নামের আরেকজনকে সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

তিতাসের জরুরি গ্যাস নিয়ন্ত্রণ শাখার (দক্ষিণ) প্রকৌশলী শবিউল আলম বলেন, জুরাইন কবরস্থানের পেছনের রাস্তায় মাটির নিচে গ্যাস লাইনে লিকেজ হলে শ্রমিকরা মেরামতের জন্য মাটি খোঁড়েন।

মাটি কেটে গর্ত করার স্থানে পাশের ড্রেনের পানি চলে আসে। পরে বিদ্যুতের আলোর ব্যবস্থা করে মোটর লাগিয়ে পানি নিষ্কাশনের জন্য লাইন দিতেই স্পার্ক হয়ে আগুন লেগে যায়।

বার্ন ইন্সটিটিউটের আবাসিক সার্জন এসএম আইউব হোসেন জানান, খলিলের শরীরের ৩০ শতাংশ এবং সিরাজুল ইসলামের ২৫ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *