বিশ্বকাপে মুশফিক-রিয়াদ থাকলে ভালো হতো: তামিম

রাসেল ডমিঙ্গোকে সরিয়ে অস্ট্রেলিয়া থেকে উড়িয়ে আনা হয় ভারতীয় বিশেষজ্ঞ শ্রীধরন শ্রীরামকে।

তার অধীনে দল নিয়ে নানা পর্যবেক্ষণের পর টি-টোয়েন্টি ফরম্যাট থেকে বাদ পড়েন অভিজ্ঞ তারকা মাহমুদউল্লাহ রিয়াদ। বিশ্বকাপ স্কোয়াডে ঠাঁই হবে না আশঙ্কায় কুড়ি ওভারের ফরম্যাটের আন্তর্জাতিক পরিসর থেকেই অবসর নিয়ে নেন মুশফিকুর রহিম।

এরপর সাকিব আল হাসানের নেতৃত্বে এক ঝাঁক তরুণ নিয়ে ত্রিদেশীয় সিরিজ ও টি-টোয়েন্টি বিশ্বকাপ দল গড়ে টিম ম্যানেজম্যান্ট।

কিন্তু নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে দেখা গেল সেই লাউ সেই কদু। সেই পাওয়ার হিটারের অভাব। সেই ইমপ্যাক্ট ইনিংসের অভাবের চিত্র করুণভাবে ফুটে উঠল টাইগার শিবিরে। শ্রীরামের অধীনে এখনও উড়িয়ে সীমানা পার করা শিখতে পারেননি বাংলাদেশি ব্যাটাররা।

ফলে শুক্রবার পাকিস্তানের বিপক্ষে ২১ রানে হারল টাইগাররা।

এমন পরাজয়ের পর এক প্রশ্নের জবাবে তামিম ইকবাল জানালেন, বিশ্বকাপে মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ থাকলে ভালো হতো।

শুক্রবার রাজধানীর অভিজাত হোটেলে এক অনুষ্ঠানে যোগ দিয়ে এমন কথা বলেন জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক।

দেশসেরা ওপেনার বলেন, যে দলটা এখন খেলছে, ‘কয়েকজনকে বাদ দিলে সেটা কিছুটা নতুন। যেকোনো নতুন কিছুতে সময় দিতে হবে। আমি আগেও বলেছি মুশফিক-রিয়াদ তারা যদি বড় মঞ্চে বা বিশ্বকাপে থাকতো আমার কাছে ভালো মনে হতো।’

সারা বছর খেলিয়ে বিশ্বকাপের আগে এ দুই অভিজ্ঞ তারকাকে বাদ দেওয়াটা ব্যক্তিগতভাবে পছন্দ হয়নি তামিমের।

এ বাঁহাতি ওপেনারের প্রশ্ন, ‘যখন পুরো বছর সিনিয়র ক্রিকেটারদের খেলিয়েছেন, তাহলে বিশ্বকাপের আগেই কেন ( তাদের বাদ দেওয়া)? এটা যদি হতো বছরের শুরুতে, তাহলে ঠিক ছিল।’

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *