বিশ্বব্যাংক আরও ৫৩০ মিলিয়ন ডলার দিচ্ছে ইউক্রেনকে

অর্থনীতি ডেস্ক:: ইউক্রেনকে আরও ৫৩০ মিলিয়ন ডলার দেওয়ার ঘোষণা দিয়েছে বিশ্বব্যাংক। জনগুরুত্বপূর্ণ খাত— স্বাস্থ্য, শিক্ষা ও সামাজিক উন্নয়নে এসব অর্থ ব্যয় করা হবে।

এর মধ্যে দাতা দেশ যুক্তরাজ্য ও ডেনমার্ক দেবে ৫০০ কোটি টাকা এবং ঋণ হিসেবে বাকি ৩০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক।

বিশ্বব্যাংক এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। এতে বিশ্বব্যাংকের ইউরোপ এবং মধ্য এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট আনা বিজার্ড এসব কথা জানিয়েছেন।

ব্যাংকটির পূর্ব ইউরোপ অঞ্চলের পরিচালক অরুপ ব্যানার্জি বলেন, যুদ্ধবিধ্বম্ত ইউক্রেনকে ঘুরে দাঁড়াতে হলে আগামী ৩ বছরের মধ্যে ১০০ বিলিয়ন ডলার প্রয়োজন হবে।কিন্তু এ মুহুর্তে প্রয়োজন সাধারণ মানুষকে বাঁচিয়ে রাখা।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *