রাশিয়াকে ‘তিরস্কার’ করল ইসরাইল

আন্তর্জাতিক ডেস্ক:: ইসরাইলের পক্ষ থেকে জানানো হয়েছে, রাশিয়া ইউক্রেনের খেরসন, জাপোরিঝিয়া, দোনেৎস্ক এবং লুহানেস্কে যে কথিত গণভোট আয়োজন করেছে এর ফলাফল মানবে না ইসরাইল।

ইসরাইল আরও বলেছে, তারা ইউক্রেনের সার্বভৌমত্ব ও অখণ্ডতাকে সমর্থন জানায়।

নিজেদের অবস্থানের কথা জানিয়ে মঙ্গলবার স্থানীয় সময় রাতে একটি বিবৃতি দেয় ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয়।

ইসরাইলের এ বিবৃতিটিকে ইউক্রেনের প্রতি অগাধ সমর্থন ও রাশিয়ার প্রতি ইসরাইলের ‘বিরাট তিরস্কার’ হিসেবে ধরছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

তাছাড়া ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়া ইরানের তৈরি ড্রোন ব্যবহার করায় এটি নিয়েও খুশি না ইসরাইল।

মঙ্গলবার ইউক্রেনের কেন্দ্রে অবস্থিত শহর উমানের দিকে ইরানের তৈরি কিছু ড্রোন পাঠায় রুশ সেনারা। এই শহরে একটি ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে কয়েক হাজার ইহুদি ও ইসরাইলি অবস্থান করছে।

এদিকে রাজনৈতিক দিক দিয়ে ইসরাইল রাশিয়ার মিত্র। ফলে রাশিয়া ইউক্রেনে হামলা করার পর দেশটি ইউক্রেনকে অস্ত্র দিয়ে কোনো সহায়তা করেনি। এর বদলে তারা মানবিক সহায়তা পাঠিয়েছে।

তাছাড়া রাশিয়া-ইউক্রেন দুই দেশের সঙ্গেই নিরপেক্ষ অবস্থান বজায় রেখেছে ইসরাইল।

সূত্র: দ্য গার্ডিয়ান

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *