প্রথম সিরিজ জয়ের পর যা বললেন অধিনায়ক সোহান

স্পোর্টস ডেস্ক::  অধিনায়ক হিসেবে সোহানের এটি প্রথম সিরিজ জয়। দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে আরব আমিরাতের বিপক্ষে বড় ব্যবধানের জয় পেয়েছে বাংলাদেশ। এদিন আবুধাবিতে ৩২ রানের বড় জয় পান টাইগাররা।

এশিয়া কাপে খারাপ সময় কাটানো বাংলাদেশ দল যেন হাফ ছেড়ে বাঁচল। স্বস্তি পেলেন অধিনায়ক সোহানও। তিনি বলেন, আমার খুব ভালো লাগছে। দলের সবাই খুব ভালো খেলেছে। ছেলেরা সবাই ভালো খেলতে উন্মুখ হয়েছিল। এটি ছেলেদের থেকে একটা দারুণ প্রচেষ্টা।

তিনি বলেন, আমি মনে করি, এ সিরিজ জয় বিশ্বকাপে কাজে লাগবে। জেতাটা একটা অভ্যাসের বিষয়। আমি মনে করি এই জয় আগামীতে ত্রিদেশীয় সিরিজ এবং বিশ্বকাপে আমাদের সহায়তা করবে।

অন্যদিকে আরব আমিরাত অধিনায়ক রিজওয়ান বলেন, দুর্ভাগ্যবশত আমরা নিজেদের পথে হাঁটতে পারিনি। পাওয়ার প্লেতে আমাদের রান কিছু কম হয়েছিল এবং দ্রুত কয়েকটা উইকেট হারিয়েছি। ওরা সঠিক জায়গায় বোলিং করেছে এবং নিজেদের কোয়ালিটি দেখিয়েছে। অবশ্যই তাদের ক্রেডিট প্রাপ্য। এটি আমাদের জন্য একটা শেখার মঞ্চ। আমরা এ রকম ম্যাচ যদি আরও বেশি খেলার সুযোগ পাই, তা হলে আরও উন্নতি করব।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *