ইউক্রেনে হাসপাতালে ভর্তি রোগীদেরও ভোট নেওয়া হচ্ছে

আন্তর্জাতিক ডেস্ক:: রাশিয়া ও মস্কো সমর্থিত বাহিনীর নিয়ন্ত্রণে থাকা ইউক্রেনের চার অঞ্চলে গত শুক্রবার  থেকে শুরু হওয়া গণভোট শেষ হচ্ছে আজ।

রাশিয়ায় যোগ দেওয়ার বিষয়ে এ গণভোট নেওয়া হয়েছে। গণভোটের শেষ দিনে মঙ্গলবার হাসপাতালে রোগীদের কাছে ছুটছেন নির্বাচনকর্মীরা।খবর মস্কো টাইমসের।

কিয়েভ এ গণভোটকে অবৈধ বলে নিন্দা করেছে। এর মাধ্যমে মস্কো আনুষ্ঠানিকভাবে ইউক্রেনের প্রায় ১৫ শতাংশ ভূখণ্ড সংযুক্ত করার চেষ্টা করছে।

২০১৪ সালে স্বঘোষিত স্বাধীন প্রজাতন্ত্র লুহানস্ক ও দোনেৎস্কসহ দক্ষিণ খেরসন ও জাপোরিজিয়া প্রদেশে মঙ্গলবার পর্যন্ত এ ভোট চলবে।

রাশিয়ার বার্তা সংস্থা তাস জানিয়েছে, স্বল্পসময়সীমা ও প্রযুক্তিগত সরঞ্জামের অভাবের কারণে, ইলেকট্রনিক ভোটিং না করে ঐতিহ্যগতভাবে কাগজের ব্যালট ব্যবহার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কর্তৃপক্ষ প্রথম চার দিন ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট সংগ্রহ করেছে।

শুধু শেষ দিন মঙ্গলবার ভোটকেন্দ্রগুলো খোলা রাখা হয়েছে।

বিশেষজ্ঞদের ধারণা, এ গণভোট উল্লিখিত প্রদেশগুলোকে আনুষ্ঠানিকভাবে রাশিয়ার অংশ হিসেবে ঘোষণার এক চূড়ান্ত প্রক্রিয়া।

ইউক্রেন ও দেশটির মিত্ররা পরিষ্কার করেছেন, তারা গণভোটের ফল মেনে নেবেন না।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *