ইরানের প্রেসিডেন্টের সঙ্গে এরদোগানের রুদ্ধদ্বার বৈঠক

আন্তর্জাতিক ডেস্ক::  ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।

উজবেকিস্তানের সামারকান্দে সাংহাই কো-অপারেশন সামিটে পর শুক্রবার এ দুই বিশ্বনেতা বৈঠক করেন। খবর আনাদোলুর।

তবে তারা কী নিয়ে আলোচনা করেছেন তা জানা যায়নি। বিশেষ অতিথি হিসেবে সামারকান্দ সাংহাই কো-অপারেশন সামিটে যোগ দেন এরদোগান।

উজবেকিস্তানের সামারকান্দে অনুষ্ঠিত দুদিনের সম্মেলন শেষে জাতিসংঘের ৭৭তম সম্মেলনে অংশ নিতে শুক্রবারই নিউইয়র্কে রওনা হন এরদোগান।

জাতিসংঘের সম্মেলনের ফাঁকে তিনি নিউইয়র্কে তুর্কি বংশোদ্ভূত মার্কিন ব্যবসায়ী, এনজিও এবং ইহুদি গ্রুপের সঙ্গে তিনি আলোচনা করবেন।

জাতিসংঘের মহাসচিবের সঙ্গেও আলাদাভাবে বৈঠক করবেন এরদোগান।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *