সিলেট যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণপ্রাপ্তদের সাথে মতবিনিময়

যুব উন্নয়ন অধিদপ্তর সিলেটের উদ্যোগে গবাদি পশু, হাঁস-মুরগী ও পোষাক তৈরী প্রশিক্ষণপ্রাপ্তদের সাথে এক মতবিনিময় সভা ৩১ আগস্ট বুধবার সকাল ১০টায় অধিদপ্তরের টিলাগড়স্থ হল অনুষ্ঠিত হয়।

যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আলাউদ্দিন এর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (পরিচালক বাস্তবায়ন) আব্দুল লতিফ মোল্লাহ।

প্রধান অতিথির বক্তব্যে যুগ্ম সচিব আব্দুল লতিফ মোল্লাহ বলেন, দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণে কোন বিকল্প নেই। শুধু প্রশিক্ষণ গ্রহণ করলেই হবে না, প্রশিক্ষণ লব্ধ জ্ঞানকে কাজ লাগিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে। চাকুরী পিছনে না ছুটে নিজেকে উদ্যোক্ততা হিসেবে গড়ে তুলে অন্যকে চাকুরী দিয়ে দেশের বেকর সমস্যাকে দূর করতে হবে। তিনি বলেন, বয়স্কদেরকে সম্মান করতে হবে। তাদের অর্জিত অভিজ্ঞতা থেকে আমাদের কে শিক্ষা নিতে হবে। তিনি বর্তমান যুব-বান্ধব সরকারের বিভিন্ন প্রকল্পের কথা তুলে ধরে শিক্ষিত বেকার যুবকদের প্রশিক্ষণ গ্রহণের আহবান জানান।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট যুব প্রশিক্ষণ কেন্দ্রের কো-অর্ডিনেটর এস.এম ইমরোজ এরশাদ, জকিগঞ্জ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আজহারুল কবির, সিলেট সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমান, যুব প্রশিক্ষণ কেন্দ্রের সিনিয়র প্রশিক্ষক (পশু পালন) ডাঃ মোঃ রোকন উদ্দিন ও খোরশেদ আলম, প্রশিক্ষক (মৎস্য) সুলাইমান আল রাজিউল ইসলাম, সিলেট সদর উপজেলার সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা নিলুফার ইয়াসমিন ও মোঃ মোশাররফ হোসেন, সিলেট বিভাগ যুব উন্নয়ন ফোরামের সভাপতি আফিকুর রহমান আফিক, সাধারণ সম্পাদক আশরাফ উদ্দিন আহমদ, সিলেট আলোকিত যুব সমাজকল্যাণ সংস্থার সভাপতি শারমিন কবির প্রমুখ।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *