ওয়ানডেতে ওভার কমানোর দাবি, যা বলল আইসিসি

স্পোর্টস ডেস্ক :: তিন ফরম্যাটের চাপে পড়ে সম্প্রতি ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নিয়েছেন ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকস।

ওয়ানডে বিশ্বকাপের পর আরও অনেকেই এ ফরম্যাটকে বিদায় জানানোর চিন্তা-ভাবনা করছেন। এমন পরিস্থিতিতে অনেকে ৫০ ওভারের ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

ওয়ানডেকে বাদ দেওয়ার কিংবা ওভার কমানোর দাবিও উঠেছে ইতোমধ্যে। তবে ওয়ানডে নিয়ে সব উদ্বেগ ও দাবিকে উড়িয়ে দিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।

বুধবার বার্মিংহামে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় আইসিসি এক বিবৃতিতে জানিয়েছে, তাদের মধ্যে ওয়ানডে নিয়ে কোনো উদ্বেগ কাজ করছে না। ভারসাম্য রক্ষা করে তিন ফরম্যাটই চালু রাখতে চান তারা।
আইসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা জিওফ অ্যালারডাইস বলেছেন, ‘তিন ধরনের ক্রিকেট সমানভাবে চালানোর কথা হয়েছে। সেভাবে আমরা সূচি চূড়ান্ত করেছি। এখন কিছু আলোচনা হচ্ছে, কিন্তু সেটা শুধু একদিনের ক্রিকেট নিয়ে নয়।  আমরা সব ধরনের ক্রিকেট একসঙ্গে চালাতে চাই।  সে লক্ষ্যে প্রতিটি দলের ভবিষ্যৎ সূচিতে পর্যাপ্ত পরিমাণ ওয়ানডে ম্যাচ রয়েছে। পরবর্তী এফটিপি চক্রে তেমন কোনো পরিবর্তন দেখতে পাবেন না।’

কিছু দেশ আন্তর্জাতিক খেলার চেয়ে ঘরোয়া টি-টোয়েন্টি লিগকে প্রাধান্য দিচ্ছে। এ নিয়ে অ্যালারডাইস বলেছেন, ‘সব বোর্ডকেই ঘরোয়া ও আন্তর্জাতিক সূচির মধ্যে ভারসাম্য রাখতে হবে। তাদের খেলোয়াড়দের যেন চাপ তৈরি না হয় সেটাও মাথায় রাখতে হবে। প্রতিটি বোর্ডের পরিস্থিতি কিছুটা ভিন্ন। তাই একইরকম ব্যবস্থা সবার জন্য সুবিধাজনক নাও হতে পারে।’

তথ্যসূত্র: ক্রিকবাজ

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *