যে কারণে ইউক্রেনকে ‘চূড়ান্ত দিনের’ মুখোমুখি হওয়ার হুশিয়ারি রাশিয়ার

আন্তর্জাতিক ডেস্ক:: ক্রিমিয়ায় আক্রমণ হলে ইউক্রেনকে ‘চূড়ান্ত দিনের’ মুখোমুখি হতে হবে বলে হুশিয়ারি দিয়েছে রাশিয়া।

রোববার রাশিয়ার প্রতিরক্ষা কাউন্সিলের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম তাসকে দেওয়া এক বিবৃতিতে এই কঠোর পদক্ষেপ নেওয়ার হুশিয়ারি দিয়েছেন।

তিনি বলেন, এ ধরনের কিছু ঘটলে তাদেরকে চূড়ান্ত দিনের মুখোমুখি হতে হবে, তা খুব দ্রুত, কঠিন এবং অবিলম্বে। এটি এড়ানোর কোনো সুযোগই থাকবে না।

এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির শীর্ষ উপদেষ্টা মিখাইল পোডোলিয়াক বলেন, মেদভেদেভ কেবল ইতিহাস ভুলে যাওয়া একজন ছোট মানুষ, গুরুতর এবং ভীতিকর বিষয়টি মনে করার চেষ্টা করেছিলেন। আরও একটু, সব দেখাবো! কী প্রদর্শন করবেন? আরেকটা শিশুকে মেরে ফেলবেন?

২০১৪ সালে ক্রিমিয়া আক্রমণ করে এবং সেই বছর ইউক্রেনীয় অঞ্চলটিকে সংযুক্ত করে নেয় রাশিয়া।

এদিকে ইউক্রেনে গত ২৪ ফেব্রুয়ারিতে রুশ আগ্রাসনের ২১ তম সপ্তাহে প্রবেশ করছে। দেশটিতে হামলা অব্যাহত রেখেছে রুশ বাহিনী। প্রাণ হারাচ্ছে বহু বেসামরিক ইউক্রেনীয়।

সূত্র: নিউজউইক

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *