‘অফিস সময় কমানোর প্রস্তাব প্রধানমন্ত্রীর কাছে আসেনি’

নিউজ ডেস্ক:: বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে অফিসসূচি সকাল ৯টা থেকে বিকাল ৩টা করার প্রস্তাব নিয়ে আলোচনা চলছে। তবে এ প্রস্তাব এখনো পর্যন্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পৌঁছেনি। এমনটিই জানালেন জনপ্রশাসন সচিব আলী আজম।

এর আগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিদ্যুৎ ও জ্বালানি নিয়ে উচ্চপর্যায়ের একটি বৈঠক হয়। সেখানে প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদবিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী জানান, বিদ্যুৎ সাশ্রয়ে অফিস সময় কমিয়ে আনার বিষয়ে আলোচনা হয়েছে।

জানা যায়,পরে জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. ফরহাদ হোসেন বলেন, বিদ্যুৎ সাশ্রয়ের জন্য অফিসসূচি সকাল ৯টা থেকে বিকাল ৩টা বা ৪টা পর্যন্ত করার প্রস্তাব নিয়ে আলোচনা হচ্ছে। এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি বলেও জানান প্রতিমন্ত্রী।

বিষয়টি আলোচনার পর্যায়ে আছে জানিয়ে তিনি বলেন, ‘কেউ বলছে সকাল ৯টা থেকে বিকাল ৩টা বা ৪টা, তবে এটি এখনো চূড়ান্ত হয়নি।’

জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর কাছ থেকে সিদ্ধান্তটা আমরা নেব। আমরা সব বিষয় বিশ্লেষণ করে সঠিক কাজটি করার চেষ্টা করব।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *