শিনজো আবের নিরাপত্তা ব্যবস্থা কেমন ছিল

আন্তর্জাতিক ডেস্ক:: জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে শুক্রবার নারা নামক একটি স্থানে আততায়ীর গুলিতে নিহত হন৷

সে সময় নিজ দল এলডিপির একটি রাজনৈতিক ক্যাম্পেইনে অংশ নিয়েছিলেন তিনি৷

জাপানের ইতিহাসে সবচেয়ে বেশি সময় দায়িত্ব পালন করা প্রধানমন্ত্রী ছিলেন শিনজো আবে৷

তার মত এমন একজন ব্যক্তিকে দিন-দুপুরে গুলি করে হত্যার পর তার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন ওঠেছে৷

আর এমন প্রশ্নের মুখে নারার পুলিশ প্রধান শিকার করেছেন শিনজো আবের নিরাপত্তা ব্যবস্থা ছিল ঢিলেঢালা৷

পুলিশ প্রধান তোমোয়াকি ওনিজুকা বলেন, সাবেক প্রধানমন্ত্রীর নিরাপত্তা ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সমস্যা ছিল।

এদিকে জাপানে এরকম অস্ত্র সহিংসা নেই বললেই চলে৷ দেশটিতে কেউ যদি ব্যক্তিগত কাজে অস্ত্র নিজের কাছে রাখতে চায় তাহলে কঠোর সব ধাপ পার করতে হয়৷

ফলে শিনজো আবেকে কেউ গুলি করে হত্যা করতে পারে সে চিন্তা কেউ করেননি৷ তাই সাবেক প্রধানমন্ত্রীর নিরাপত্তা ছিল ঢিলেঢালা, এমনটাই মনে করছেন বেশিরভাগ মানুষ।

সূত্র: এনডিটিভি

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *