কাব্যকথা’র সভাপতি মীর আলীম, সম্পাদক জালাল, সাংগঠনিক লিটন

ভাষা-আন্দোলন ও মুক্তিযুদ্ধের চেতনায় কবি সাহিত্যিকদের মেলবন্ধন তৈরির প্রত্যয়ে এগিয়ে চলা জাতীয় সাহিত্য সংগঠন কাব্যকথা সাহিত্য পরিষদ কেন্দ্রীয় কমিটির আয়োজনে কেন্দ্রীয় সভাপতি কবি আবুল বাসার সেরনিয়াবাদের সভাপতিত্বে ও সংগঠনের প্রতিষ্ঠাতা বাংলা সাহিত্যের পুঁথিসম্রাট খ্যাত কবি জালাল খান ইউসুফীর উপস্থাপনায় রাজধানীর সেগুনবাগিচায় ২ জুলাই অনুষ্ঠিত হয়েছে কবি কাজী নজরুল ইসলাম স্বরণে ৮ম জাতীয় সাহিত্য উৎসব-২০২২। অনুষ্ঠানে ছিলো আলোচনা, স্বরচিত কবিতা, ছড়া, পুঁথিপাঠ, নবনির্বাচিত কেন্দ্রীয় কমিটি ঘোষণা ও সম্মাননা প্রদান।

অনুষ্ঠানের উদ্বোধন করেন, জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক ও সত্তরের অন্যতম প্রধান কবি মিনার মনসুর। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিনিয়র সচিব, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের চেয়ারম্যান কবি শ্যামসুন্দর সিকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আশির দশকের অন্যতম কবি ও কথাশিল্পী আরিফ মঈনুদ্দীন, মোহাম্মদপুর মহিলা কলেজের সহযোগী অধ্যাপক কবি হাসনা হেনা। উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা কবি মোফাজ্জল সামস, বীর মুক্তিযোদ্ধা আবদুল হক চাষী প্রমূখের উপস্থিতিতে সংঘঠনের অন্যতম উপদেষ্ঠা কবি আরিফ মঈনুদ্দীন কাব্যকথা সাহিত্য পরিষদের ২০২২-২৩ সালের কমিটি ঘোষণা করেন। কবি মীর আব্দুল আলীমকে কেন্দ্রীয় সভাপতি, জালাল খান ইউসুফীকে সাধারণ সম্পাদক, কবি শিবির আহমেদ লিটনকে সাংগঠনিক সম্পাদক করে ১৬১ সদস্যের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়। প্রধান উপদেষ্ঠা হিসেবে নির্বাচিত হয়েছেন, একাত্তরের মুক্তিযুদ্ধ ও ১৫ আগস্টে শহীদ পরিবারের কৃতি সন্তান সংগঠনের সাবেক সভাপতি কবি আবুল বাসার সেরনিয়াবাদ। নির্বাহী সভাপতি কবি সুফিয়া বেগম, সিনিয়র সহ-সভাপতি কবি ডা. আতিয়ার রহমান, সহ-সভাপতি কবি মিলন সব্যসাচী, কবি শিখা কর্মকার স্বাধীন ।

কবি এমদাদুল ইসলাম খোকন, কবি গাজী মাজহারুল ইসলাম, কবি আনোয়ার হোসেন, কবি মাজেদা রফিকুন নেছা, কবি শাহনাজ প্রধান নাজ।
সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন, কবি সাংবাদিক মোহাম্মদ বাদশা গাজী, কবি আসিফুজ্জামান খন্দকার, কথাশিল্পী খন্দকার আতিক, কবি হিলারী হিটলার আভী, আইন বিষয়ক সম্পাদক কবি মোহাম্মদ আবু বকর সিদ্দিক (এড. সুপ্রিম র্কোট), পরিকল্পনা সম্পাদক খান মাহমুদ, দপ্তর সম্পাদক মোহাম্মদ সেলিম খান, সংগীত বিষয়ক সম্পাদক নাজমুল ইসলাম রুদ্র।

অনুষ্ঠানে বাংলাসাহিত্যের বিভিন্ন শাখায় অবদানের জন্য ৪ জন গুণি সাহিত্যকর্মিকে প্রদান করা হয় কাজী নজরুল স্মৃতি সম্মাননা ও জাতীয় সাহিত্য পদক। সম্মাননা প্রাপ্তরা হলেন- কবি মির্জা গোলাম সারোয়ার, কবি এম এ কবির সরকার সুমন, কবি আফসার আশরাফী, কবি অনন্ত রিয়াজ। স্বরচিত লেখাপাঠ ও আলোচনায় অংশগ্রহণ করেন কবি আব্দুল হক চাষি, গবেষক লস্কর মোঃ নজরুল ইসলাম, অধ্যক্ষ শরিফুল ইসলাম, কবি হিলারী হিটলার আভি, কবি মোহাম্মদ আবু বকর সিদ্দিক, কবি হিলারী হিটলার আভী, কবি সালাম ফারুক, কবি শারমিন আক্তার, কবি মনিরুজ্জামান বাদল, কবি শিবির আহমেদ লিটন, কবি মোঃ হাসু কবির, কবি হোসেন ফারুক, কবি আব্দুর রহমান, কবি মহিউদ্দিন আহমেদ, কবি সুনীল সরকার, কবি নূরুল সিপার খান, কবি গাজী মাজহারুল ইসলাম, কবি মোঃ মোবারক হোসেন, কবি জিহাদ চৌধুরী, কবি হাসিনা হাসি, কবি মোহাম্মদ সেলিম খান প্রমূখ।

উপস্থিত ছিলেন দার্শনিক আবু মহি মুসা, লোকসাহিত্য গবেষক সফিকুল হাসান সোহেল, কবি তৌহিদুল ইসলাম কণক, কবি সাহেদ বিপ্লব, কবি বিমল সাহা প্রমূখ। প্রেস বিজ্ঞপ্তি

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *