ন্যাটো অন্তর্ভূক্তি: সুইডেনের প্রধানমন্ত্রীর সঙ্গে যে কথা হলো এরদোগানের

আন্তর্জাতিক ডেস্ক :: ন্যাটোতে অন্তর্ভূক্তি নিয়ে সুইডেনের প্রধানমন্ত্রী ম্যাগডালেনা অ্যান্ডারসনের সঙ্গে আবারও কথা বলেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।

শনিবার এক ফোনালাপে আবারও তিনি আঙ্কারার শর্তগুলো মনে করিয়ে দেন সুইডেনের প্রধানমন্ত্রীকে।  খবর ইয়েনি সাফাকের।

এ সময় এরদোগান বলেন, কুর্দি সশস্ত্র সংগঠন পিকেকেকে পৃষ্ঠপোষকতা বন্ধ করতে হবে স্টকহোমকে।

গত ৩৫ বছর ধরে সন্ত্রাসী এ সংগঠনটির কারণে ৪০ মানুষের প্রাণহানি হয়েছে বলে দাবি করেন এরদোগান।

যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সদস্যপদের জন্য ইতোমধ্যেই আনুষ্ঠানিকভাবে আবেদন করেছে রাশিয়ার দুই প্রতিবেশী দেশ সুইডেন-ফিনল্যান্ড।

বরাবরই দেশ দুটির ন্যাটো সদস্যপদের বিরোধিতা জানিয়ে আসছে তুরস্ক। এবার ন্যাটো নিয়ে সুইডেনের প্রধানমন্ত্রী ম্যাগডালেনা অ্যান্ডারসনের সঙ্গে টেলিফোনে কথা বললেন তুরস্কের প্রেসিডেন্ট।

ফোনে এরদোগান ২০১৯ সালে সিরিয়ায় অনুপ্রবেশের পর তুরস্কের ওপর আরোপিত অস্ত্র রপ্তানি নিষেধাজ্ঞা প্রত্যাহার করার কথা বলেন।

স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলোর বিরুদ্ধে কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি (পিকেকে) এবং চরম বামপন্থী রেভুলেশনারি পিপলস লিবারেশন পার্টি-ফ্রন্ট (ডিএইচকেপি-সি) সদস্যদের আশ্রয় দেওয়ার অভিযোগে সুইডেন ও ফিনল্যান্ডের ন্যাটোতে যোগদানের ব্যাপারে বিরোধিতা করে আসছে তু্রস্ক।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *