ইভিএমের স্লো গতি নিয়ে আপত্তি কায়সারের

নিউজ ডেস্ক:: ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট প্রয়োগে গতি ‘স্লথ’ হয় বলে মন্তব্য করেছেন কুমিল্লা সিটি করপোরেশনে স্বতন্ত্র মেয়র পদপ্রার্থী নিজাম উদ্দিন কায়সার।

বুধবার সকাল পৌনে ৯টার দিকে নগরীর ভিক্টোরিয়া কলিজিয়েট স্কুলে ভোট প্রদান করে সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন তিনি।  এর আগে সাড়ে ৮ টার দিকে একই কেন্দ্রে ভোট দেন নৌকার প্রার্থী আরফানুল হক রিফাত।

ভোট দেওয়া শেষে স্বতন্ত্র  প্রার্থী নিজাম উদ্দিন কায়সার বলেন, ভোটারদের কেন্দ্রে আনতে তিনিই বেশি কাজ করেছেন, তাই ভোটাররাও আসছেন। এতে তিনি বিজয়ে আশাবাদী বলেও জানান।

ইভিএম নিয়ে নিজাম বলেন, ভোট খুব স্লো হচ্ছে, এ বিষয়ে ভোট গ্রহণে যারা আছেন তাদের আরও ইতিবাচক চেষ্টা করে ভোটারদের যতটুকু সম্ভব সহায়তা করতে হবে। ভোটে এখনো আইন প্রয়োগকারী সংস্থার ভুমিকা সন্তোষজনক বলে তিনি জানান।

এক কক্ষে দুটি এলাকা হওয়া সত্ত্বেও দুজন পোলিং এজেন্ট থাকতে না দিয়ে একজন পোলিং এজেন্ট থাকতে দিচ্ছেন বলে তিনি অভিযোগ করেন।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *