কলকাতায় বাংলাদেশ উপদূতাবাসের সামনে এলোপাতাড়ি গুলি, নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক::  ভারতের কলকাতার পার্ক সার্কাসে বাংলাদেশ উপদূতাবাসের সামনে আজ শুক্রবার দুপুরে এলোপাতাড়ি গুলির ঘটনা ঘটেছে। এতে দুইজন নিহত হয়েছেন।

জানা গেছে, উপদূতাবাসের নিরাপত্তার দায়িত্বে থাকা কলকাতা পুলিশের এক সদস্য এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করেন। এতে স্কুটির এক নারী যাত্রী গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত হন একজন পুরুষ। পরে নিজের বন্দুক দিয়ে আত্মঘাতী হন ওই পুলিশ সদস্য।

কলকাতা পুলিশ সূত্রে জানা গেছে, পুলিশ সদস্যের নাম চোদুপ লেপচা। তিনি কলকাতা পুলিশের ৫ম ব্যাটেলিয়নের সদস্য। মাত্র চারদিন আগে তিনি বাংলাদেশ উপদূতাবাসের পুলিশ আউটপোস্টের ডিউটিতে যোগ দেন। তিনি কিছুদিন ধরে পারিবারিক সমস্যায় জর্জরিত ছিলেন বলে জানা গেছে।

খবর পেয়ে ঘটনার পরপরই পুলিশের বড় একটি টিম ঘটনাস্থলে ছুটে যায়। তবে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্য কেন গুলি ছুড়েছেন সে সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানায়নি কলকাতা পুলিশ। স্থানীয়রা বলছেন, প্রায় ১২ থেকে ১৫ রাউন্ড গুলি ছোড়া হয়েছে।

এদিকে, নিরাপত্তার ঘেরাটোপে থাকা এলাকায় কী করে এমন ঘটনা ঘটলো তা নিয়ে ক্ষোভ জানিয়েছে বাংলাদেশ উপদূতাবাস।

উপদূতাবাসের কাউন্সিলর (কনস্যুলার) বশির উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, কলকাতা পুলিশ পরে ব্রিফ করে এ বিষয়ে বিস্তারিত জানাবে।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *