সেই দুই ব্রিটিশ নাগরিকের মৃত্যুদণ্ড দিল রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক::  ইউক্রেনের মারিউপোল থেকে আটক সেই দুই ব্রিটিশ নাগরিকের মৃত্যুদণ্ড দিয়েছে রাশিয়া। একই সঙ্গে আটক আরেক মরক্কোর নাগরিকেরও মৃত্যুদণ্ড দেওয়া হয়। রাশিয়ার বার্তা সংস্থা আরআইএ’র বরাত দিয়ে বিবিসি বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীদের হাতে আটক নটিংহ্যামশায়ারের অ্যাইডেন অ্যাসলিন (২৮), বেডফোর্ডশায়ারের শন পিনার (৪৮) এবং ও মরক্কোর নাগরিক সাউদুন ইব্রাহিমকে  দোনেৎস্ক পিপলস রিপাবলিকের একটি আদালত এই মৃত্যুদণ্ডের আদেশ দেন।

ওই আদালত আন্তর্জাতিকভাবে স্বীকৃতি নয় বলে বিবিসি জানিয়েছে।

তারা ভাড়াটে যোদ্ধা বলে অভিযোগ রয়েছে। তবে ব্রিটিশ নাগরিক দুজনের পরিবারের দাবি, তারা ইউক্রেনের সেনাবাহিনীতে ছিলেন।

ব্রিটিশ নাগরিক অ্যাসলিন এবং শন পিনার বলেছিলেন, তারা ইউক্রেনের নিয়মিত সেনা হিসেবে যুদ্ধ করছিলেন। সুতরাং তাদের যুদ্ধবন্দি হিসেবে বিচার করা উচিত।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *