হাটহাজারীতে ছুরিকাঘাতে বন্ধুর হাতে বন্ধু খুন,আটক ২

নিউজ ডেস্ক:: চট্টগ্রামের হাটহাজারীতে ছুরিকাঘাতে বন্ধুর হাতে বন্ধু খুন হয়েছেন। নিহত বন্ধুর নাম মো. ইকবাল (২২)। এ ঘটনায় থানা পুলিশ দুজনকে আটক করেছে। 

রোববার রাতে পৌরসভার মাটিয়া মসজিদের পশ্চিমে চট্টগ্রাম-নাজিরহাট রেললাইনসংলগ্ন চন্দ্রপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ইকবাল ওই গ্রামের খিলপাড়া এলাকার পশ্চিমে মৃত নূর মোহাম্মদের পুত্র।

স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মাটিয়া মসজিদসংলগ্ন চট্টগ্রাম-নাজিরহাট রেললাইনের পাশে বসে ইকবাল তার বন্ধুদের সঙ্গে আড্ডা দেয়। এ সময় তাদের মধ্যে তুচ্ছ বিষয় (অজানা) নিয়ে বন্ধু মানিক বড়ুয়ার সঙ্গে তর্কাতর্কি হয়। মানিক বড়ুয়া ওই গ্রামের বড়ুয়াপাড়া এলাকার বাবুল বড়ুয়ার পুত্র।

ওই ঘটনার আধাঘণ্টা পরে সংগঠিত তর্কাতর্কির রেশ ধরে ইকবালকে বন্ধু মানিক বড়ুয়া ছুরিকাঘাত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে ইকবাল গুরুতর আহত হযন। ওই সময় স্থানীয় জনতা তাকে উদ্ধার করে রক্তাক্ত মুমূর্ষু অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাযন। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. নিলয় দাস কিশোর ইকবালকে মৃত ঘোষণা করেন।

এদিকে ঘটনার খবর পেয়ে সাড়ে ১০টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপস্থিত হয়ে থানা পুলিশ নিহত ইকবালের মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। এর পর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে জানা গেছে।

এ ব্যাপারে জানতে চাইলে হাটহাজারী মডেল থানার পরিদর্শক (তদন্ত) রাজীব শর্মা জানান, ছুরিকাঘাতে ইকবাল নামের এক কিশোরের মৃত্যুর খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তার মরদেহ উদ্ধার করি। তবে নিহত ইকবালকে কেন ছুরিকাঘাতে করা হয়েছে তার প্রকৃত কারণ এখনো জানা যায়নি। ঘটনার রহস্য উন্মোচনে পুলিশি তদন্ত অব্যাহত রয়েছে।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করা হয়েছে বলে তিনি জানান।

অন্যদিকে নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজের মর্গে প্রেরণ করার প্রস্তুতি চলছে জানায় থানা পুলিশ। পাশাপাশি এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে থানা পুলিশ সূত্র নিশ্চিত করেছে।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *