যশোর শ্রমিক লীগের সভাপতির পদ নিয়ে টানাটানি!

নিউজ ডেস্ক:: যশোর জেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি আজিজুর রহমানের মৃত্যুতে পদটি খালি হয়েছে। এ পদ নিয়ে দুইপক্ষের টানাটানি শুরু হয়েছে।

দুইপক্ষই সহ-সভাপতি জবেদ আলী ও সাইফুর রহমানকে ভারপ্রাপ্ত সভাপতি মনোনীত করেছে। কেউ কাউকে ছাড় দিতে নারাজ। ফলে দুজন ভারপ্রাপ্ত সভাপতি হওয়ায় শ্রমিক লীগের গ্রুপিং আরও প্রকট হয়েছে।

জবেদ আলী যশোর-৩ (সদর) আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদের অনুসারী ও সাইফুর রহমান যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার এমপির অনুসারী হিসেবে পরিচিত।

দুইপক্ষই গঠনতন্ত্রের দুটি ধারার ব্যাখা দিয়ে নিজ নিজ পক্ষের ভারপ্রাপ্ত সভাপতি দাবি করছেন।

গত ২৪ এপ্রিল যশোর জেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি আজিজুর রহমান ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান। তার মৃত্যুতে সভাপতি পদটি শূন্য হয়।

এরপর ২৫ মে সংগঠনের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এক নম্বর সহ-সভাপতি জবেদ আলী সংগঠনের জেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পেয়েছেন। জাতীয় শ্রমিক লীগের গঠনতন্ত্র অনুযায়ী তিনি ওই দায়িত্ব পেয়েছেন বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।

শ্রমিক লীগের গঠনতন্ত্রের ধারা ও ব্যাখ্যা উল্লেখ করে তার এ দায়িত্ব গ্রহণের বিষয়টি জানানো হয়।

তবে তাকে ভারপ্রাপ্ত সভাপতি মানতে নারাজ অপর পক্ষ। এ নিয়ে উভয় পক্ষের উদ্যোগে শনিবার জেলা আওয়ামী লীগের কার্যালয়ে শ্রমিক লীগের সভা হয়।

ওই সভায় এক ও দুই নম্বর সহ-সভাপতি অনুপস্থিত থাকায় তিন নম্বর সহ-সভাপতি সাইফুর রহমান সভাপতিত্ব করেন। সভায় জেলা সভাপতির মৃত্যুজনিত শূন্যপদ নিয়ে আলোচনা হয়। আলোচনা শেষে উপস্থিত দুই-তৃতীয়াংশ সদস্যের সম্মতিতে সাইফুর রহমানকে ভারপ্রাপ্ত সভাপতি নির্বাচিত করা হয়।

জেলা শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

তবে জবেদ আলী জানান, সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী সভাপতির পদ শূন্য হলে সিনিয়র সহ-সভাপতি ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করেন। গঠনতন্ত্র অনুযায়ী আমি ভারপ্রাপ্ত সভাপতি পদের দায়িত্ব পেয়েছি।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *