বন্যার্তদের মাঝে লায়ন্স ক্লাব অব সিলেট সুরমা’র ত্রাণ বিতরণ

লায়ন্স ক্লাব অব সিলেট সুরমা উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। সোমবার (২৩ মে) বিকেলে সদর উপজেলার খাদিমনগর বাইশটিলা এলাকার বিভিন্ন গ্রামে ২শতাধিক বন্যার্তদের মাঝে এই ত্রাণ বিতরণ করা হয়।

ত্রাণ বিতরণকালে বক্তারা বলেন, লায়ন্স ক্লাব অব সিলেট সুরমা সব সময় অসহায় মানুষের জীবনমান উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছেন। তাদের মহতি কাজের ধারাবাহিকতায় বিভিন্ন স্থানে বন্যা কবলিত এলাকায় খাদ্য সামগ্রী বিতরণ করে যাচ্ছে তারা। এভাবে আরো অসহায় মানুষের মাঝে দূর্যোগ মুহুর্তে ত্রাণ সামগ্রী অব্যাহত রাখার জন্য ক্লাবের নেতৃবৃন্দের প্রতি আহবান জানানো হয়।

এসময় ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অব সিলেট সুরমা’র প্রেসিডেন্ট সাহেদা পারভীন চৌধুরী, ক্লাবের সেক্রেটারি লায়ন মাহমুদা সুলতানা স্বপ্না, ট্রেজারার আছিয়া শিকদার, লায়ন নাজনীন হোসেন, লায়ন খায়রুন্নেছা শেলী, লায়ন বাবলী চৌধুরী, লায়ন হেলেন আহমদ, লায়ন সাজেদা পারভীন, লায়ন সানজিদা খানম, লায়ন শ্যামলী দাশ প্রমুখ। বিজ্ঞপ্তি

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *