মহালয়া উদযাপন পরিষদ শ্রীহট্টের পুনর্মিলনী সভা অনুষ্ঠিত

মহালয়া উদযাপন পরিষদ শ্রীহট্ট-১৪২৮ বাংলার কার্যকরী পরিষদের উদ্যোগে পুনর্মিলনী সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বেলা ১১টায় সিলেট নগরীর মীরাবাজারস্থ শ্রীশ্রী বলরাম জিউর আখড়ায় অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- সিলেট রামকৃষ্ণ মিশন আশ্রমের সম্পাদক স্বামী চন্দ্রনাথানন্দজী মহারাজ।

মহালয়া উদযাপন পরিষদের সভাপতি বাংলাদেশ ব্যাংকের অব. ডিজিএম প্রণব কুমার দেবনাথ এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এ্যাপেক্সিয়ান চন্দন দাশ ও সাংগঠনিক সম্পাদক ব্যাংকার অরুণ কুমার বিশ্বাসের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত পুনর্মিলনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সিলেটের বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবী অধ্যাপক বিজিত কুমার দে, শিক্ষাবিদ অধ্যক্ষ প্রশান্ত কুমার সাহা, রোটারিয়ান নিরেশ চন্দ্র দাশ, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ সিলেট জেলা সভাপতি এডভোকেট প্রদীপ কুমার ভট্টাচার্য্য, মহানগর সভাপতি এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা, দৈনিক সিলেটের ডাক পত্রিকার বার্তা সম্পাদক সমরেন্দ্র বিশ্বাস সমর, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ড. হিমাদ্রী শেখর রায়, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি গোপীকা শ্যাম পুরকায়স্থ চয়ন।

সভায় স্বাগত বক্তব্য রাখেন- পরিষদের সাধারণ সম্পাদক এ্যাপেক্সিয়ান চন্দন দাশ।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কানাডা প্রবাসী এডভোকেট নিরঞ্জন দাশ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রজত কান্তি ভট্টাচার্য্য, সিলেট জেলা শাখার সম্পাদক এডভোকেট রঞ্জন ঘোষ, পরিষদের যুগ্ম সমন্বয়ক অধ্যাপক অরুণ চন্দ্র পাল, সহ সভাপতি উপাধ্যক্ষ কৃষ্ণপদ সূত্রধর, এ্যাপেক্সিয়ান জি.ডি রুমু, নিরঞ্জন চন্দ্র চন্দ, নিধীর রঞ্জন সূত্রধর, বাংলাদেশ ছাত্র যুব ঐক্য পরিষদ সিলেট জেলা সভাপতি ধনঞ্জয় দাশ ধনু, পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক ব্যাংকার জ্যোতি মোহন বিশ্বাস, সহ সম্পাদক অসিত রঞ্জন সূত্রধর, সহ সাংগঠনিক সম্পাদক নীহার রঞ্জন রায়।

পুনর্মিলনী অনুষ্ঠানে কানাডা প্রবাসী পরিষদের পৃষ্ঠপোষক এডভোকেট নিরঞ্জন দাশ ও সাংবাদিক সমরেন্দ্র বিশ্বাস সমরকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

সভায় বিগত বছরের আয়-ব্যয়ের হিসাব অনুমোদিত হয়। শেষে প্রসাদ বিতরণ সম্পন্ন হয়।

প্রেস বিজ্ঞপ্তি

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *