সৌদি আরবের সেই‘ঘুমন্ত প্রিন্সের’ নতুন ছবি প্রকাশ

আন্তর্জাতিক ডেস্ক::  সৌদি আরবের প্রিন্সেস রিমা বিনতে তালাল টুইটারে ঘুমন্ত প্রিন্সের নতুন একটি ছবি প্রকাশ করেছেন।

প্রিন্স আল ওয়ালেদ বিন খালিদ বিন তালাল নামে সৌদি আরবের এই ঘুমন্ত প্রিন্স ২০০৫ সাল থেকে কোমায় ঘুমিয়ে আছেন।

২০০৫ সালে এক গাড়ি দুর্ঘটনায় তার ব্রেন মারাত্বকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এরপর তিনি আর ঘুম থেকে জেগে ওঠেননি।

কিন্তু দীর্ঘ ১৭ বছর কেটে গেলেও তার বাবা তাকে দেওয়া লাইফ সাপোর্ট খুলতে দেননি।

তার আশা একদিন তার ছেলে চোখ মেলে তাকাবে। আবার সুস্থ হয়ে বাড়ি ফিরবে।
প্রিন্সেস রিমা বিনতে তালাল তার টুইটারে যে ছবিটি প্রকাশ করেছেন সেখানে দেখা যাচ্ছে ঘুমন্ত প্রিন্স ঘুমিয়ে আছেন এবং তার মাথার ওপর হাত রেখে বসে আছেন তার বাবা।

ছবির ক্যাপশনে প্রিন্সেস রিমা বিনতে তালাল লিখেছেন, আল্লাহ তাকে সুস্থ করে দিক। আমার ভালোবাসা। আল্লাহ তোমাকে রক্ষা করুক।

এদিকে ২০২০ সালে ঘুমন্ত প্রিন্স একবার হাতের আঙ্গুল নেড়েছিলেন। পাশ থেকে কেউ একজন তাকেই হাই হ্যালো এ শব্দগুলো বলছিল। তখন ঘুমন্ত প্রিন্স তার হাতের আঙ্গুল সামান্য ওপরের দিকে ওঠান।

সূত্র: দ্য আরব নিউজ

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *