হিটলারকে নিয়ে মন্তব্য, ল্যাভরভকে ক্ষমা চাইতে বলল ইসরাইল

আন্তর্জাতিক ডেস্ক:: রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই ল্যাভরভ রোববার ইতালির টেলিভিশনের সঙ্গে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, জার্মানির নাৎসি বাহিনীর কুখ্যাত নেতা এডলফ হিটলারের বংশধরেরা ইহুদি ছিল।

এই হিটলারই ইহুদিদের ওপর সবচেয়ে বেশি নির্যাতন চালিয়েছেন। তিনি তাদের পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দিতে চেয়েছিলেন।

আর ল্যাভরভের এমন মন্তব্যের পর বিষয়টি নিয়ে ভীষণ চটেছে ইহুদি রাষ্ট্র ইসরাইল। তারা ল্যাভরভকে ক্ষমা চাইতে বলেছে।

ল্যাভরভের এমন মন্তব্যের পর ইসরাইল রাশিয়ার রাষ্ট্রদূতকে ডেকে পাঠিয়ে বলে, ল্যাভরভের মন্তব্যটি বেশ রুঢ়। এরপর তারা তার কাছে ক্ষমা চাইতে দাবি জানায়।

এদিকে রোববার ইতালির একটি টেলিভিশনে সাক্ষাৎকার দেন রুশ ক্ষমতাশালী মন্ত্রী সের্গেই ল্যাভরভ।

রাশিয়া দাবি করছে, তারা ইউক্রেনে হামলা করেছে দেশটিকে নাৎসিমুক্ত করতে।

ইতালিয়ান টিভিতে দেওয়া সাক্ষাৎকারটিতে ল্যাভরভকে জিজ্ঞেস করা হয়, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি একজন ইহুদি। তাহলে এখানে কিভাবে নাৎসি থাকবে?

এমন প্রশ্নের উত্তরে ল্যাভরভ বলেন, যদিও ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি একজন ইহুদি। কিন্তু তবুও ইউক্রেনে নাৎসি রয়েছে।

এরপরই ল্যাভরভ বলেন, হিটলারের বংশধরেরাও ইহুদি ছিল।

ল্যাভরভ বুঝিয়েছেন, ইহুদি হলেও নাৎসিপন্থি হওয়া যাবে না এমন কোনো কথা নেই।

সূত্র: আল জাজিরা

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *