ভাইয়ের সাজা স্থগিতের চেষ্টা করছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী: ডন

আন্তর্জাতিক ডেস্ক:: পাকিস্তানে ক্ষমতাসীন মুসলিম লিগ-নওয়াজের (পিএমএল-এন) সর্বোচ্চ নেতা সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের অনুপস্থিতিতে ছোট ভাই শাহবাজ শরিফই দলের নেতৃত্ব দিচ্ছেন।

প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর এবার বড় ভাই নওয়াজ শরিফের সাজা বাতিল অথবা স্থগিত করার চেষ্টা করছেন শাহবাজ।খবর দ্য ডনের।

এ ক্ষেত্রে ফেডারেল ও প্রাদেশিক সরকারের আইনি বিধান প্রয়োগ করা হবে বলে দেশটির বেসরকারি একটি টিভি চ্যানেলের বরাত দিয়ে ডন জানিয়েছে।

উল্লেখ্য, বিরোধী জোটের আনা অনাস্থা প্রস্তাবে হেরে গত ৯ এপ্রিল বিদায় নেয় ইমরান খানের নেতৃত্বাধীন সরকার। নতুন নির্বাচনের আগে জাতীয় সরকারের আদলে সরকার গঠন করে বিরোধী দলগুলো।

এই সরকারের প্রধানমন্ত্রী হন পিএমএল-এনের সভাপতি শাহবাজ শরিফ। পিএমএল-এন নেতৃত্বাধীন জোট সরকার ক্ষমতা নেওয়ার পরই নওয়াজ শরিফের দেশে ফেরার গুঞ্জন ওঠে।

ঈদুল ফিতরের পর তিনি পাকিস্তানে ফিরতে পারেন বলে দলের বিভিন্ন পর্যায়ের নেতারা জানিয়ে আসছেন। তবে বিষয়টি জোটের শরিকদের সঙ্গে আলাপ করে চূড়ান্ত করা হবে বলে তারা জানান।

ফেডারেল স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ খান একটি বেসরকারি টিভি চ্যানেলকে বলেন, কোনো অভিযুক্ত ব্যক্তির সাজা বাতিল ও স্থগিত করা এবং এর আগে ‘ভুলভাবে’ দণ্ডিত হলে তার মামলা একটি আদালতে নতুন করে শুনানির সুযোগ করে দেওয়ার ক্ষমতা ফেডারেল ও পাঞ্জাব প্রাদেশিক সরকার উভয়ের আছে।

তিনি বলেন, এই বিধান পিএমএল-এন সর্বোচ্চ নেতা নওয়াজ শরিফ ও অন্যদের ক্ষেত্রে প্রয়োগ করা হতে পারে।চিকিৎসার কথা বলে ২০১৯ সালে লন্ডনে গিয়ে নওয়াজ শরিফ  স্বেচ্ছানির্বাসিত জীবনযাপন করছেন।

সুপ্রিম কোর্ট ২০১৭ সালে নওয়াজ শরিফকে প্রধানমন্ত্রী পদে অযোগ্য ঘোষণা করেন। দুর্নীতির মামলায় দণ্ডিত হয়ে সাজাভোগের সময় চিকিৎসার কথা বলে তিনি লন্ডনে যান। তাকে বিদেশে যাওয়ার সুযোগ দেওয়া ‘বড় ভুল’ ছিল বলে মন্তব্য করেছেন সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *