বিলাওয়াল পররাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ নিতে পারেন আজ

আন্তর্জাতিক ডেস্ক:: পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি আজ পররাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ নিতে পারেন। শাহবাজ শরিফের ফেডারেল সরকারে বিলাওয়ালের যোগ দেওয়া নিয়ে যে দোদুল্যমানতা ছিল সেটি কেটেছে লন্ডনে নওয়াজ শরিফের সঙ্গে তার বৈঠকে।

মঙ্গলবার পিপিপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাশেষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিলাওয়ালের শপথের বিষয়ে ঘোষণা দেওয়া হয়।

এর আগে শাহবাজ শরিফের মন্ত্রিসভা শপথ নেওয়ার সময় বিলাওয়াল সেখানে উপস্থিত ছিলেন।  তবে শপথ নেননি। তবে তথ্যমন্ত্রী মরিয়াম আওরঙ্গজেব আশ্বাস দিয়েছিলেন যে বিলাওয়াল পরে শপথ নেবেন।

সংবাদ সম্মেলনে বিলাওয়াল আরও জানান, সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের ‘বিদেশি ষড়যন্ত্র’ বক্তব্য আন্তর্জাতিক ফোরামে পাকিস্তানের ইমেজ ক্ষতিগ্রস্ত করছে।

তিনি বলেন, পিটিআই চেয়ারম্যানের ষড়যন্ত্র অব্যাহত থাকবে। কারণ তিনি তার টার্গেট বদল করে এখন বিচার বিভাগ থেকে নির্বাচন কমিশনকে করেছেন।

তিনি আরও বলেন, ইমরান খান সংবিধান লঙ্ঘন করে এটিকে কাগজের একটি টুকরা মনে করেন।

সূত্র: জিও নিউজ।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *