একসঙ্গে ১৩ বোমা বহনে সক্ষম ‘গাজা’ ড্রোনের পরীক্ষা চালাল ইরান

আন্তর্জাতিক ডেস্ক::একসঙ্গে ১৩টি বোমা বহনে সক্ষম ‘গাজা’ নামে বিশাল আকারের নতুন ড্রোনের পরীক্ষা চালিয়েছে ইরান।

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার নামে এই ড্রোনের নামকরণ করা হয়েছে। খবর তাসনিম নিউজের।

এ ড্রোন একটানা ৩৫ ঘণ্টা আকাশে উড়তে পারবে। ৩৫ হাজার ফুট ওপর দিয়ে উড়ে গিয়ে ৫০০ কিলোমিটার দূরে লক্ষ্যবস্তু পর্যবেক্ষণের পাশাপাশি আঘাত হানতে পারে।

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি জানিয়েছে, এই ড্রোনের সব পরীক্ষা সম্পন্ন করা হয়েছে এবং এটি এখন অভিযান পরিচালনার জন্য পুরোপুরি প্রস্তুত।

গত বছরের মে মাসে এই ড্রোন তৈরির খবর দেয় ইরান। গত বছর গাজায় ইসলামি প্রতিরোধ যোদ্ধাদের শর্ত মেনে দখলদার ইসরাইল যেদিন যুদ্ধ বন্ধ করেছিল ঠিক সেদিনই ইরান গাজা নামের এই ড্রোন উন্মোচন করে।

ইরান প্রথম থেকেই ফিলিস্তিনের প্রতিরোধ সংগ্রামের প্রতি সর্বাত্মক সমর্থন ও সহযোগিতা দিয়ে আসছে।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *