ইরাকের কুর্দিস্তানে হামলা চালাল তুরস্কের যুদ্ধবিমান

আন্তর্জাতিক ডেস্ক::ইরাকের উত্তরাঞ্চলের কুর্দিস্তানে জঙ্গি লক্ষ্যবস্তুতে যুদ্ধবিমান, হেলিকপ্টার ও ড্রোন নিয়ে আকাশ হামলা চালিয়েছে তুরস্ক। পাশাপাশি জঙ্গিদের ক্যাম্প থেকে শুরু করে গোলাবারুদের গুদামেরও হামলা চালান হয় বলে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় সোমবার জানিয়েছে। খবর রয়টার্সের।

কুর্দিস্তান ওয়ার্কাস পার্টি (পিকেকে) এবং সিরিয়ার  কুর্দিস ওয়াইপিজি মিলিশিয়াদের বিরুদ্ধে তুরস্কের দীর্ঘদিনের অভিযানের অংশ হিসেবে এসব হামলা চালান হয়। ওই দুই গোষ্ঠীকেই সন্ত্রাসী সংগঠন হিসেবে মনে করে তুরস্ক।

তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ইরাকের মেতিনা, জ্যাপ এবং আভাসিন-বাসিয়ানে এই অভিযান চালান হয়েছে। আকাশ হামলার পাশাপাশি বিশেষ বাহিনী স্থল অভিযানও চালিয়েছে।

তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী হুলসি আকারের বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু জানিয়েছে, আমাদের অভিযান সফলভাবে পরিকল্পনা মাফিক চলছে। প্রথম পর্যায়ে চিহ্নিত লক্ষ্যবস্তুগুলোতে হামলা চালান হয়েছে।

তবে হামলায় হতাহতের সংখ্যা সম্পর্কে কোনো তথ্য জানান হয়নি।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *