জার্মানির শীর্ষ লিগে খেলা থামিয়ে ইফতার

স্পোর্টস ডেস্ক   ::    মুসলিম ফুটবলারের প্রতি সম্মান জানাল জার্মানির শীর্ষ ফুটবল লিগ বুন্দেসলিগা।

গত ৬ এপ্রিল মাইনৎস ও আউগসবুর্গের মধ্যকার ম্যাচের ৬৪তম মিনিটের সময় কিছুক্ষণের জন্য খেলা বন্ধ রাখেন রেফারি মাটিয়াস ইওলেনবেক।

ওই সময়ের মধ্যে পানি পান করে রোজা ভাঙেন মাইনৎসের মুসলিম ফুটবলার মুসা নিয়াকাতে৷

জার্মানির সংবাদমাধ্যম ‘বিল্ড’-এর বরাতে এমনটাই জানিয়েছে ‘ডয়েচে ভেলে‘।

জানা যায়, ২৬ বছর বয়সী সেন্টার-ব্যাক মুসা ফ্রান্সের নাগরিক। ম্যাচ শেষে ইফতারের সময় খেলা বন্ধ রাখার ব্যাপারে তিনি বলেন, ৬২তম মিনিটে যে ইফতারের সময় হবে তা তিনি জানতেন। তাই দ্বিতীয়ার্ধের খেলা শুরুর আগেই রেফারিকে ৬২ থেকে ৭০তম মিনিটের মধ্যে যেকোনো সময় তাকে ইফতার সেরে নেওয়ার সুযোগ দিতে অনুরোধ করেছিলেন। রেফারি তার অনুরোধ গ্রহণ করে তাকে রোজা ভাঙার সুযোগ করে দেন।

বুন্দেসলিগায় ইফতারের জন্য খেলা বন্ধ রাখার দ্বিতীয় ঘটনাটি ঘটে গত ১০ এপ্রিল। এদিন লাইপজিগ ও হফেনহাইমের খেলার সময় লাইপজিগের মোহামেদ সিমাকানকেও একই সুযোগ দেওয়া হয়৷

গত বছর ইংলিশ প্রিমিয়ার লিগে লেস্টার সিটি ও ক্রিস্টাল প্যালেসের ম্যাচেও খেলা বন্ধ রেখে রোজা ভাঙার সুযোগ দেওয়া হয়েছিল। সেই ম্যাচে লেস্টারের ডিফেন্ডার ওয়েসলে ফোফানা ও ক্রিস্টাল প্যালেসের মিডফিল্ডার শেকু কুইয়াতেকে ইফতারের সুযোগ দেওয়া হয়েছিল।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *