রাশিয়া কি রাসায়নিক হামলা শুরু করে দিয়েছে?

আন্তর্জাতিক ডেস্ক::ইউক্রেনের মারিউপোলে যুদ্ধরত জাতীয়তাবাদী আজভ ব্যাটালিয়ন মঙ্গলবার জানিয়েছে, তাদের সেনাদের ও বেসামরিক লোকদের ওপর ড্রোন দিয়ে অজানা বিষাক্ত একটি বস্তু ফেলেছে রাশিয়া।

ওই বস্তুটি ফেলার পর এর মধ্যে থাকা বিষাক্ত রাসায়নিক ক্রিয়ার প্রভাবে কয়েকজন অসুস্থ হয়ে যায়। আক্রান্ত ব্যক্তিদের শ্বাস-প্রশ্বাসে সমস্যা হচ্ছিল, রক্তচাপ বেড়ে গিয়েছিল, শরীরে জ্বালাপোড়া করছিল ও শরীরে শুষ্কতা দেখা দিয়েছিল।

তবে রাশিয়া এমন রাসায়নিক হামলার বিষয়টি অস্বীকার করেছে।

তাছাড়া ইউক্রেনের কর্মকর্তারাও জানিয়েছেন, তারা নিশ্চিত না রাশিয়া মারিউপোলে রাসায়নিক হামলা চালিয়েছে কিনা।

তবে রাসায়নিক হামলার অভিযোগ সামনে আসার পরই বিষয়টি তদন্ত করে দেখার কথা জানিয়েছেন ইউক্রেনের কর্মকর্তারা।

তাদের পক্ষ থেকে বলা হয়েছে, যদি অভিযোগটি সঠিক হয় তাহলে এটি অনেক উদ্বেগজনক একটি বিষয় হবে।

রাসায়নিক হামলার বিষয়ে যুক্তরাষ্ট্রও জানিয়েছে, তারা নিশ্চিত নয় সত্যিই এমন কোনো হামলা হয়েছে কিনা।

বিষয়টি যুক্তরাষ্ট্র নিশ্চিত করতে পারেনি।

জ্যাক ডেচ নামে যুক্তরাষ্ট্রের একজন সিনিয়ন প্রতিরক্ষা কর্মকর্তা জানিয়েছেন, রাসায়নিক হামলার বিষয়টি তদন্ত করতে হলে সেখানে উপস্থিত থেকে করতে হবে। কিন্তু এখন মারিউপোলে গিয়ে যুক্তরাষ্ট্রের সেটি পরীক্ষা করা সম্ভব না।

পেন্টাগনের প্রেস সেক্রেটারি জন কিরবি জানিয়েছেন, তারা বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছেন।

এদিকে রাশিয়া ইউক্রেনে হামলা করার যুক্তরাষ্ট্র ও পশ্চিমারা দাবি করছে, রাশিয়া ইউক্রেনে রাসায়নিক অস্ত্র ব্যবহার করতে পারে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন প্রথম থেকেই হুশিয়ারি দিয়ে আসছেন, যদি কোনো রাসায়নিক অস্ত্র ব্যবহার করা হয় তাহলে এর পরিণতি খুব খারাপ হবে।

সূত্র: বিবিসি, সিএনএন, দ্য গার্ডিয়ান

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *