ইউক্রেন হামলার বিরোধিতা করায় রুশ বিরোধীদলীয় নেতা গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক:: ভ্লাদিমির কারা-মুর্জা জুনিয়র (৪০) নামে রাশিয়ার এক প্রখ্যাত বিরোধীদলীয় নেতাকে সোমবার রাতে গ্রেফতার করা হয়েছে।

ইলিয়া ইয়াসিন নামে আরেক বিরোধীদলীয় নেতা এক টুইটবার্তায় ভ্লাদিমির কারা-মুর্জা জুনিয়রকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন। খবর ডেইলি সাবাহর।

ইউক্রেনে রুশ আগ্রাসনের ঘোরবিরোধিতা করেন ভ্লাদিমির কারা-মুর্জা। মূলত এ কারণেই তাকে গ্রেফতার করেছে পুতিনের প্রশাসন।

কারা-মুর্জার আইনজীবী জানিয়েছেন, গ্রেফতারের পর তাকে কারাগারে প্রেরণ করেছে পুলিশ। তার বিরুদ্ধে সরকারি কাজে বাধার অভিযোগ আনা হয়েছে।

এর আগে তাকে ২০১৫ ও ২০১৭ সালে দুই তাকে বিষ প্রয়োগে হত্যার চেষ্টা করা হয় বলেও অভিযোগ রয়েছে।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *