‘মধ্য আয়ের ও ঋণের ফাঁদে পড়বে না বাংলাদেশ’

সিলেট নিউজ টাইমস্ ডেস্ক:: এডিবির কান্ট্রি ডিরেক্টটর এডিম গিন্টিং বলেছেন, বাংলাদেশের মধ্য আয়ের এবং ঋণের ফাঁদে পড়ার সম্ভাবনা নেই।  তবে আর্থিক ব্যবস্থাপনা এবং ঋণ ব্যবস্থাপনার উপর বিশেষ গুরুত্ব দেওয়া প্রয়োজন। সেই সঙ্গে রাজস্ব আদায় বাড়াতে শুধু ভ্যাট নির্ভর হয়ে থাকলে চলবে না। কর জাল বাড়াতে হবে। সেই সঙ্গে কর আদায়ের খরচ কমাতে হবে।

বুধবার এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুক ২০২২ (এডিও) প্রকাশ উপলক্ষে আয়োজিত ভার্চুয়াল প্রেস ব্রিফিং এ তিনি এসব কথা বলেন।

এক প্রশ্নের জবাবে গিন্টিং বলেন, শ্রীলংকার আজকের অবস্থা একদিনে সৃষ্টি হয়নি। এক্ষেত্রে আর্থিক ব্যবস্থাপনা, ঋণ ব্যবস্থাপনা এবং সঠিক নীতিমালা গুরুত্বপূর্ণ ছিল। এছাড়া একটি দক্ষ সরকার ব্যবস্থাপনাও এ রকম পরিস্থিতি উত্তরণে গুরুত্বপূর্ন।

বিফ্রিং পরিচালনা করেন এডিবির বহি:সম্পর্ক বিভাগের প্রধান গোবিন্দবার।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *