র‌্যাবের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে যা বললেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

সিলেট নিউজ টাইমস্ ডেস্ক:: র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের ( র‌্যাব) জবাবদিহি নিশ্চিত করার ওপর জোর দিয়েছে যুক্তরাষ্ট্র। 

ওয়াশিংটনে পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেনের সঙ্গে বৈঠকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন এ মন্তব্য করেছেন।

যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের ৫০ বছরপূর্তিতে স্থানীয় সময় সোমবার দুপুরে মার্কিন পররাষ্ট্র দপ্তরে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

দুই পররাষ্ট্রমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠকের আলোচ্যসূচিতে  র‌্যাবের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি বাংলাদেশের তরফ থেকে গুরুত্বপূর্ণ এজেন্ডা ছিল।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের বৈঠকে  র‌্যাব গঠন এবং নিষেধাজ্ঞা পরবর্তী চার মাসে এ এলিট ফোর্সের কাজের অগ্রগতি তুলে ধরেন মোমেন।

বৈঠক শেষে তিনি বলেন, আমি বললাম, র‌্যাবটা আমাদের দেশে এমন সময়ে তৈরি হয়েছিল, যখন আমাদের দেশে সন্ত্রাস, জিহাদি- এগুলোর উৎপাত খুব বেশি ছিল।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, র‌্যাবের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার হলে আমি খুশি হব বলে অ্যান্টনি ব্লিঙ্কেনকে বলেছি। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, প্রত্যাহারের সিদ্ধান্তটা একটি প্রক্রিয়াগত বিষয়। তবে যুক্তরাষ্ট্র  র‌্যাবের কর্মকাণ্ডে জবাবদিহি প্রয়োজন বলে মনে করে। আমি বলেছি, অবশ্যই। এ ব্যাপারে প্রয়োজনীয় যেসব পদক্ষেপ নেওয়া দরকার, তার সব কটিই আমরা নিয়েছি। তখন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা লক্ষ্য করেছি গত চার মাসে কোনো বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনা ঘটেনি।

সোমবার ওয়াশিংটন সময় দুপুর দেড়টার দিকে শুরু হয়ে পৌনে এক ঘণ্টার মতো চলে দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক। বৈঠক শেষে হোটেলে ফিরে পররাষ্ট্রমন্ত্রী মোমেন বলেন, ‘খুবই ভালো আলোচনা হয়েছে।’

বৈঠকে র‌্যাবের নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি এসেছে কিনা, তা জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, বিষয়টি আলোচনায় তুলেছি।

মার্কিন পররাষ্ট্র দপ্তর বৈঠক শুরুর আগে দুই পররাষ্ট্রমন্ত্রীর দেওয়া বক্তব্য প্রচার করেছে। এতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের সঙ্গে অংশীদারত্ব আরও এগিয়ে নেওয়ার আগ্রহ ব্যক্ত করেছেন।

অন্যদিকে পররাষ্ট্রমন্ত্রী মোমেন যুক্তরাষ্ট্রকে বাংলাদেশে আরও বিনিয়োগ করার আহ্বান জানিয়েছেন।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *