চা-বিরতির আগে এক ওপেনার হারাল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক::  ডারবান টেস্টের দ্বিতীয় দিনের চ্যালেঞ্জে মুখোমুখি বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা। স্বাগতিকদের ৩৬৭ রানে অলআউট করেছে বাংলাদেশ।

অর্থাৎ দ্বিতীয় দিনে বাকি ৬ উইকেটে ১৩৪ রান যোগ করতে পারে প্রোটিয়ারা।

দেশের মাঠে বাংলাদেশের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার সর্বনিম্ন রান এটিই। আগে মাত্র দুবার তারা অলআউট হয়েছিল দেশের মাঠে, ৪২৯ ও ৪৪১ রানে।

বোলার ও ফিল্ডারদের দুর্দান্ত পারফর্ম দেখার পর ব্যাটিংয়ের শুরুটাও ভালোই করে বাংলাদেশ।

ডুয়ানে অলিভিয়ের ও অভিষিক্ত লিজাড উইলিয়ামসকে ভালোভাবেই সামলে নেন দুই ওপেনার মাহমুদুল হাসান জয় ও সাদমান।

১০ ওভারে কোনো উইকেট না হারিয়ে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ২৫ রান।

যে কারণে সাইমন হার্মারের অফ স্পিন আক্রমণে আনতে বাধ্য হলেন প্রোটিয়া অধিনায়ক ডিন এলগার। সফল হয় তার পরিকল্পনা।

তার স্পিনে ধরাশায়ী হন ৩৩ বলে ৯ রান করা সাদমান।

একাদশ ওভারের ঘটনা।

হার্মারের ফ্লাইটেড বলের লেংথ বুঝে উঠতে পারেননি সাদমান। সামনে না খেলে তিনি অপেক্ষায় থাকেন পেছনের পায়ে। বল পিচ করে টার্ন না করে একটু নিচু হয়ে সোজা গিয়ে আঘাত করে স্টাম্পে।

উদ্বোধনী জুটি শেষ হয় ২৫ রানে।

এই আউটের পরই আসে চা বিরতির ঘোষণা। মাহমুদুল হাসান জয় অপরাজিত ১৬ রানে।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *