আজারবাইজানের বিরুদ্ধে যুদ্ধবিরতি ভঙ্গের অভিযোগ রাশিয়ার

আন্তর্জাতিক ডেস্ক:: গোটা বিশ্বের মানুষ যখন ইউক্রেনে সামরিক আগ্রাসনের জন্য রাশিয়ার সমালোচনা করছে, তখন কারাবাখ অঞ্চলে আজারবাইজানের বিরুদ্ধে যুদ্ধবিরতির শর্তভঙ্গের অভিযোগ তুলেছে মস্কো।

রাশিয়ার মধ্যস্থতায় ২০২০ সালে নাগোরনো-কারাবাখ অঞ্চল নিয়ে আর্মেনিয়ার সঙ্গে আজারবাইজানের যুদ্ধবিরতি চুক্তি হয়। এর পর থেকে ওই অঞ্চলে শান্তিরক্ষার মিশনে কাজ করে আসছিল রাশিয়ার সেনাবাহিনী। খবর আরব নিউজের।

এর আগে একাধিকবার আজারবাইজানের বিরুদ্ধে যুদ্ধবিরতির চুক্তি ভাঙার অভিযোগ তুলেছে আর্মেনিয়া।

তবে শনিবার প্রথমবারের আজারবাইজানের বিরুদ্ধে এ অভিযোগ উত্থাপন করা হয়েছে।

রুশ প্রতিরক্ষামন্ত্রীর অভিযোগ, আজারবাইজানের সেনাবাহিনী তুর্কি ড্রোন দিয়ে কারাবাখে দায়িত্বরত শান্তিরক্ষাকারী বাহিনীর ওপর হামলা করছে।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *