যুক্তরাষ্ট্রে বন্ধ হয়ে যাচ্ছে আফগান দূতাবাস

আন্তর্জাতিক ডেস্ক:: প্রচণ্ড অর্থ সংকট ও অন্তর্বর্তী তালেবান সরকারের সঙ্গে সম্পর্ক না থাকার কারণে আগামী সপ্তাহে ওয়াশিংটনে অবস্থিত আফগানিস্তানের দূতাবাস বন্ধ করে দেওয়া হবে।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের একজন শীর্ষ পর্যায়ের কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। খবর আল আরাবিয়ার।

ওই কর্মকর্তা বলেন, আফগান দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীরা যদি দেশে ফিরে যান তা হলে তারা তালেবানের হুমকির মুখে পড়বেন।

এ জন্য আফগান দূতাবাসের কর্মকর্তা কর্মচারীদের সামনে ৩০ দিন সময় আছে, তারা সাময়িকভাবে মানবিক দৃষ্টিকোণ থেকে আমেরিকায় থেকে যাওয়ার জন্য আবেদন করতে পারেন। অন্যথায় তাদের যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার করা হবে।

যদিও তাদের আফগানিস্তানে পাঠানো হবে না, তবে তারা কোথায় যাবেন তা পরিষ্কার করেননি ওই কর্মকর্তা।

বর্তমানে ওয়াশিংটনে আফগান দূতাবাসে এবং লসঅ্যাঞ্জেলেস ও নিউইয়র্কের কনস্যুলেট অফিস প্রায় ১০০ জন কূটনীতিক কাজ করছেন।

আফগানিস্তান থেকে গত আগস্ট মাসে মার্কিন সেনা প্রত্যাহারের পর দেশটির ক্ষমতা তালেবানের হাতে চলে যায় এবং মার্কিন সমর্থিত আশরাফ গনি সরকারের নিয়োগ দেওয়া এসব কূটনীতিকের ভবিষ্যৎ অনিশ্চয়তার মধ্যে পড়ে।

আমেরিকা তালেবান সরকারকে স্বীকৃতি দেয়নি এবং আফগানিস্তানের সঙ্গে দেশটির এখন কোনো সম্পর্ক নেই।

আফগানিস্তানের প্রায় এক হাজার কোটি ডলার মার্কিন সরকার আটক করলেও সে অর্থ কাজে লাগাতে পারছে না এসব দূতাবাসকর্মী।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওই কর্মকর্তা জানিয়েছেন, দূতাবাস বন্ধ হয়ে গেলে নতুন করে দূতাবাসের কার্যক্রম শুরু হওয়ার আগ পর্যন্ত সেখানকার সব সম্পদ মার্কিন সরকার রক্ষণাবেক্ষণ করবে।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *