রেকর্ড গড়েও আশরাফুলের পেছনে পন্থ

স্পোর্টস ডেস্ক:: শ্রীলংকার বিপক্ষে বেঙ্গালুরুতে চলমান গোলাপি বলের ডে-নাইট টেস্টে রেকর্ড গড়েছেন ভারতীয় তারকা ব্যাটসম্যান ঋষভ পন্থ।

টেস্ট ক্রিকেটের ইতিহাসে ১৩তম ব্যাটসম্যান হিসেবে দ্রুততম ফিফটির রেকর্ড গড়েছেন ভারতীয় এই উইকেটকিপার ব্যাটসম্যান।

২৮ বলে ৭টি চার ও দুই ছক্কায় অর্ধশতক পূর্ণ করেন পন্থ। ভারতীয় টেস্ট ব্যাটসম্যান হিসেবে দ্রুততম ফিফটির রেকর্ড গড়লেন ২৪ বছর বয়সী এই ব্যাটার।

এর আগে ১৯৮২ সালে পাকিস্তানের বিপক্ষে করাচি টেস্টে ৩০ বলে দ্রুততম ফিফটির রেকর্ড গড়েছিলেন ভারতের প্রথম বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব। তার সেই ৪০ বছরের রেকর্ড ভেঙে দিলেন পন্থ।

তবে টেস্টে সবচেয়ে কম ২১ বল খেলে ফিফটির রেকর্ড গড়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক মিসবাহ-উল-হক।

২৬ বলে ফিফটির রেকর্ড গড়েছেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। তার চেয়ে দুই বল বেশি খেলেন ফিফটির রেকর্ড গড়েন ঋষভ পন্থ।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *