সেই ২৫ জনকে তিন মাসের মধ্যে নিয়োগ দেওয়ার নির্দেশ

সিলেট নিউজ টাইমস্ ডেস্ক:: স্বাস্থ্য অধিদপ্তরের অধীন ৩য় ও ৪র্থ শ্রেণির ২৫ জন কর্মচারীকে তিন মাসের মধ্যে নিয়োগের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এক রিটের চূড়ান্ত শুনানি শেষে বুধবার বিচারপতি কেএম কামরুল কাদের ও বিচারপতি মুহাম্মদ মাহবুব উল-ইসলামের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রায় দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ্ মিয়া।

ছিদ্দিক উল্লাহ্ মিয়া বলেন, ৩য় ও ৪র্থ শ্রেণির সুইপার, এমএলএসএস, মালি ও ওয়ার্ডবয় পদে ২৫ জন দরখাস্তকারী ২০১২ সালের ১৮ নভেম্বর প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করেন। তারা লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়া সত্ত্বেও তাদের নিয়োগ না দিয়ে বিভিন্ন অনিয়মের মাধ্যমে অকৃতকার্যদের নিয়োগ দেওয়া হয়। এজন্য তারা হাইকোর্টে রিট আবেদন করেন। উল্লেখ্য, পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর সিলেকশন কমিটি দরখাস্তকারীদের নিয়োগের জন্য সুপারিশও করেছিলেন।

আইনজীবী আরও বলেন, রিটের শুনানি শেষে হাইকোর্ট ২০২১ সালের ২১ সেপ্টেম্বর রুল জারি করেন।

নওগাঁ, নোয়াখালী, ফরিদপুর, বরিশাল, নারায়ণগঞ্জ ও ময়মনসিংহ জেলার রিট আবেদনকারীরা হলেন- রফিকুল ইসলাম, মোজাম্মেল হক সুমন, মোহাম্মদ বাহার, হারুনুর রশিদ, আমজাদ হোসেন, নুরুল ইসলাম, মামুনুর রশিদ, জাহাঙ্গির হোসেন, সুলতান আহমেদ এবং সুমন চন্দ্র ভৌমিকসহ ২৫ জন।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *