এবার পশ্চিমা নিষেধাজ্ঞা নিয়ে মুখ খুললেন পুতিন

আন্তর্জাতিক ডেস্ক::  রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে ‘বিশেষ সামারিক অভিযান’ শুরুর পর থেকে পশ্চিমা বিশ্ব রাশিয়ার ওপর চাপিয়ে দিচ্ছে একের পর এক নিষেধাজ্ঞা। এই নিষেধাজ্ঞার তালিকায় রয়েছেন খোদ পুতিনও।

পশ্চিমা এসব নিষেধাজ্ঞার কারণে রাশিয়া জুড়ে শুরু হয়েছে অস্থিরতা। অনিশ্চয়তার আশঙ্কায় দেশটির ব্যাংকগুলো শুরু হয়েছে নগদ অর্থ তোলার হিড়িক। দেশের এই পরিস্থিতিতে মুখ খুলেছেন পুতিন।  তিনি ইউক্রেনে রাশিয়ার কর্মকাণ্ডের বিরোধিতাকারীদের সতর্ক করে তার দেশের ওপর আরও বিধিনিষেধ দিয়ে ‘পরিস্থিতি আরও খারাপ না করার’ আহ্বান জানিয়েছেন।

রাশিয়ার রাষ্ট্র নিয়ন্ত্রিত একটি সংবাদমাধ্যমে প্রচারিত সরকারি এক বৈঠকে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, তার সরকার প্রতিবেশীদের সঙ্গে ‘সম্পর্ককে আরও খারাপ করবে’ এমন পদক্ষেপ নেওয়ার ‘কোনো প্রয়োজন’ দেখছে না।

তিনি আরও বলেন, প্রতিবেশীদের বিরুদ্ধে আমাদের কোনো খারাপ উদ্দেশ্য নেই।

পুতিন বলেন, আমি মনে করে প্রত্যেকের অবশ্যই ভাবা উচিত কিভাবে সম্পর্ক স্বাভাবিক করা যায়, পারস্পরিক সমঝোতা স্বাভাবিক করা হয়, স্বাভাবিক সম্পর্ক গড়ে তোলা যায়।

এ সময় পুতিন তার আগের দাবির পুনরাবৃত্তি করে বলেন, রাশিয়ান সামরিক বাহিনীর এখন পর্যন্ত গৃহীত সব পদক্ষেপ ‘একচেটিয়া ভাবে রাশিয়ান ফেডারেশনের বিরুদ্ধে কিছু অবন্ধুসুলভ পদক্ষেপের প্রতিক্রিয়ায়’ নেওয়া হয়েছে।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *