চিকিৎসার জন্য ভারত যাচ্ছেন মাশরাফি

স্পোর্টস ডেস্ক:: জাতীয় দলের ক্রিকেটারদের ছাড়াই ১৫ মার্চ শুরু হবে ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ। প্রথম দিনের দলবদলে মাশরাফি বিন মুর্তজা যোগ দিয়েছেন লিজেন্ডস অব রূপগঞ্জে। এর আগে ছিলেন শেখ জামাল ধানমণ্ডি ক্লাবে।

যদিও পুরোপুরি ফিট নন জাতীয় দলের এ সাবেক অধিনায়ক। বিপিএলে পাওয়া চোটে তার নতুন দলের হয়ে খেলা অনিশ্চিত। তার অস্ত্রোপচার প্রয়োজন।

আর নিজের চিকিৎসার জন্য শিগগিরই ভারতে যাচ্ছেন মাশরাফি। ভারতীয় চিকিৎসকের পরামর্শেই করে অস্ত্রোপচার করবেন তার সিদ্ধান্ত নেবেন।

বুধবার বিকালে শেরেবাংলায় দলবদল করতে এসে সাংবাদিকদের সে কথাই জানলেন মাশরাফি।

বলেন, ‘বিশেষজ্ঞ চিকিৎসক দেখাতে ভারতে যাচ্ছি। আমার অ্যাপয়েনমেন্ট নেওয়া ৯ তারিখে। আমি যাচ্ছি চার দিন আগে। প্রথম কদিন পরিবারকে সময় দেব। ৯ তারিখ চেন্নাই যাব। সেদিনই অ্যাপোলো হাসপাতালে ডাক্তার দেখাব। উনি স্ক্যানের ছবি দেখে অ্যাপয়েনমেন্ট দিয়েছেন। সামনাসামনি দেখার পর উনি সিদ্ধান্ত নেবেন অস্ত্রোপচারের।’

তবে মাশরাফির ইচ্ছা ডিপিএল খেলে নিজের এই অস্ত্রোপচার করানোর। যদিও বিষয়টি চিকিৎসকের পরামর্শের ওপর নির্ভর করছে।

‘নড়াইল এক্সপ্রেস’ বলেন, ‘আমার ইচ্ছা প্রিমিয়ার লিগ খেলে করানোর। কিন্তু চিকিৎসক চাচ্ছেন আগেই করাতে। এটি এখন মিলিয়ে নিতে হবে। আমার কোমরের ডিস্কে অস্ত্রোপচার করাতে হবে। লিগ শুরুর আগে এক মাস সময় পেলে আগেই করাতাম। কিন্তু সেই সময় তো নেই।

ক্যারিয়ারের বেশিরভাগ সময় হাঁটু আর গোড়ালির ইনজুরি ভোগালেও এখন মাশরাফিকে তাড়া করে বেড়াচ্ছে ‘ব্যাক পেইন। বিপিএলে নিজেকে তৈরির সময় ব্যথা পেয়েছিলেন। সেই পিঠের ব্যথার কারণে বিপিএলেও ঠিকমতো খেলতে পারেননি। ’

এ বিষয়ে জাতীয় দলের সফলতম অধিনায়ক বলেন, ‘আমার ব্যাক পেইন আছে একটু। সে জন্যই চিকিৎসা করাতে যাচ্ছি ভারতে।’ফিজিক্যালি আনফিটের ক্ষেত্রে ক্রিকেটীয় যে অ্যাক্টিভিটিজ বা অন্যান্য যেসব আছে আমি সেসব নিয়ে মাঝখানে ট্রেনিং করেছি। যথেষ্ট টুর্নামেন্ট ছিল না, খেলার সুযোগ কম ছিল। বিপিএল ছিল, ওই সময় ব্যাক পেইনটা পেয়েছি। ওটার চিকিৎসা করার পর আশা করি সমস্যা হবে না।’

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *