বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম

আন্তর্জাতিক ডেস্ক:: ইউক্রেনে রুশ হামলার মধ্যে বিশ্ববাজারে তেলের দাম বেড়েই চলেছে। ইউক্রেনে রুশ হামলা শুরুর পর থেকে দফায় দফায় বেড়েছে তেলের দাম। বুধবার চলমান সংঘাতের ষষ্ঠ দিনে বিশ্ববাজারে তেলের দাম বেড়ে দাঁড়িয়েছে প্রতি ব্যারেল ১১৩ মার্কিন ডলার।  বিবিসি বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ইউক্রেনে রুশ হামলার পর আন্তর্জাতিক বাজারে সাত বছরে সর্বোচ্চ বেড়েছে তেলের দাম।

আন্তর্জাতিক শক্তি সংস্থার সদস্যরা জরুরি মজুদ থেকে ৬০ মিলিয়ন ব্যারেল তেল ছাড়াতে সম্মত হওয়ার পরেও বেড়েছে তেলের দাম।

রাশিয়া বিশ্বের অন্যতম বৃহত্তম শক্তি উৎপাদনকারী দেশ। তাই এ সংঘাতময় পরিস্থিতিতে তেল বা গ্যাস সরবরাহ প্রভাবিত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিনিয়োগকারীরা।

এদিকে যুদ্ধের দামামায় আন্তর্জাতিক বাজারে প্রাকৃতিক গ্যাসের দামও বেড়েছে। এছাড়া নিরাপদ বিনিয়োগ খ্যাত সোনার দামও ঊর্ধ্বমুখী। অ্যালুমিনিয়ামের দাম রেকর্ড উচ্চতায় উঠেছে।

ইউক্রেনে রুশ আগ্রাসনের কারণে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম আরও বাড়বে-এমন আশঙ্কা এখন প্রবল। সিএমসি মার্কেটসের বিশ্লেষক টিনা টেং বলেছেন, দাম আরও বাড়বে।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *