আমরা আলোচনায় প্রস্তুত, আত্মসমর্পণ নয়: যুক্তরাষ্ট্রে ইউক্রেনের রাষ্ট্রদূত

আন্তর্জাতিক ডেস্ক:: মার্কিন যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইউক্রেনের রাষ্ট্রদূত ওকসানা মার্কারোভা বলেছেন, ইউক্রেন সবসময় আলোচনার জন্য প্রস্তুত। কিন্তু আমরা আত্মসমর্পণ করতে প্রস্তুত নই। আমরা আমাদের দেশকে রক্ষা করব এবং জিতব। রোববার সিএনএনকে এ কথা জানান তিনি। খবর সিএনএনের।

ওকসানা মার্কারোভা আরও বলেছেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার সঙ্গে আলোচনায় অংশ নেওয়া প্রতিনিধিদলের সঙ্গে থাকছেন না। তিনি ইউক্রেনে দেশকে রক্ষা করছেন। ইউক্রেনে প্রতিদিনই রাশিয়ানরা যুদ্ধ চালিয়ে যাচ্ছে; এর মধ্যে আলোচনার প্রস্তাবটি কতটা সত্য, তা আমরা জানি না বলে মন্তব্য করেন তিনি।

প্রেসিডেন্ট পুতিন পারমাণবিক অস্ত্রসহ প্রতিরোধ বাহিনীকে উচ্চ সতর্কতায় রাখার বিষয়ে মার্কারোভা বলেন, এটি রাশিয়ার সন্ত্রাসী আচরণের আরও একটি উদাহরণ। তারা আমাদের দেশে আক্রমণ করেছে। তারা সবাইকে ভয় দেখাচ্ছে।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *