রাশিয়ার হামলায় পুড়ে গেছে বিশ্বের সবচেয়ে বড় বিমান

আন্তর্জাতিক ডেস্ক:: রাশিয়ার হামলায় ইউক্রেনের তৈরি বিশ্বের বৃহত্তম কার্গো বিমান আন্তোনভ-২২৫ মরিয়া পুড়ে গেছে বলে ইউক্রেনের রাষ্ট্রীয় অস্ত্র প্রস্তুতকারক ইউক্রবোরনপ্রম সংস্থা জানিয়েছে। আল জাজিরা রোববার এক প্রতিবেদনে এ খবর জানায়।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, কিয়েভের কাছে একটি কৌশলগত বিমানঘাঁটিতে রাশিয়ার হামলার সময় বিমানটি পুড়ে যায়।

ইউক্রবোরনপ্রম তাদের ফেসবুক পেজে জানিয়েছে, ‘রাশিয়ান দখলদাররা ইউক্রেনীয় বিমান সংস্থার ফ্ল্যাগশিপ কিংবদন্তী আন্তোনভ-২২৫ মরিয়া ধ্বংস করেছে।  কিয়েভের কাছে হোস্টোমেলের আন্তোনভ এয়ারফিল্ডে এই ঘটনা ঘটেছে।’

বিমানটি সারাতে তিন বিলিয়ন মার্কিন ডলারের বেশি খরচ হবে এবং অনেক সময় লাগবে বলেও জানিয়েছে ইউক্রবোরনপ্রম।

এই প্রসঙ্গ টেনে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা বলেন, রাশিয়া কখনোই ‘শক্তিশালী, স্বাধীন ও গণতান্ত্রিক ইউরোপীয় রাষ্ট্র’ হিসেবে ইউক্রেনের স্বপ্নকে ধ্বংস করতে পারবে না।

এদিকে, রাশিয়ার প্রায় ২৭টি যুদ্ধবিমান, ২৬টি হেলিকপ্টার, ১৪৬টি ট্যাংক, ৭০৬টি সাঁজোয়া যান,৪৯টি কামান, ১টি ‘বাক’ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা’ ইউক্রেনীয় সেনারা ধ্বংস করেছে বলে ইউক্রেনের উপ-প্রতিরক্ষা মন্ত্রী হান্না মালিয়ার রোববার এক ফেসবুক পোস্টে দাবি করেছেন।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *