মাথায় আঘাত পেয়ে আইসিইউতে ভারতীয় ওপেনার

স্পোর্টস ডেস্ক ::  এক ম্যাচ হাতে রেখে শ্রীলংকাকে ৭ উইকেটে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে নিয়েছে ভারত। শ্রীলংকার ৫ উইকেটে ১৮৩ রানের জবাবে ৩ উইকেট হারিয়েই লক্ষ্যে পৌঁছে যায় রোহিত শর্মার দল।

তবে শনিবারের সেই সিরিজ জয়ের ম্যাচে ভারত শিবিরে ঘটে অনাকাঙ্ক্ষিত এক ঘটনা।

এদিন লঙ্কান পেসার কুমারার বাউন্সারে মাথায় আঘাত পান ভারতীয় ওপেনার ঈশান কিষাণ।

ভারতের সংবাদমাধ্যমগুলোর খবর, কিষাণের বর্তমান অবস্থা ততোটা ভালো নয়। আইসিইউ ওয়ার্ডে ভর্তি করা হয়েছে তাকে। বর্তমানে তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন।

শ্রীলংকার ১৮৩ রানের জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই অধিনায়ক রোহিত শর্মাকে হারিয়ে ফেলে স্বাগতিকরা।

এরপর শ্রেয়াস আইয়ারের সাথে ক্রিজে লড়ছিলেন কিষাণ।  চতুর্থ ওভারের দ্বিতীয় ডেলিভারিতে লঙ্কান পেসার লাহিরু কুমারার একটি বাউন্সার আঘাত করে কিষাণের হেলমেটে। কিন্তু আঘাত নিয়েই খেলে যাচ্ছিলেন। ষষ্ঠ ওভারে কুমারার শিকার হয়েই ফেরেন সাজঘরে। ১৫ বলে ১৬ রানে ফেরেন তিনি।

কিন্তু ড্রেসিংরুমে ফিরলে ভারতীয় মেডিকেল টিম ঝুঁকি নেয়নি। তাৎক্ষণিকভাবে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ধর্মশালার কাংরার ফর্টিস হাসপাতালে আইসিইউ ওয়ার্ডে ভর্তি করা হয় তাকে। সিটি স্ক্যানের পর ঈশান কিষাণকে আইসিইউতে স্থানান্তরিত করা হয়।

ঈশান কিষাণের স্বাস্থ্যগত অবস্থা নিয়ে এখনো কোনো বিবৃতি দেয়নি ভারতীয় ক্রিকেট বোর্ড।

তবে দেশটির গণমাধ্যমগুলোর খবর, কিষাণকে পর্যবেক্ষণের জন্য আইসিইউতে রাখা হয়েছে। শঙ্কা কেটে গেলে তাকে শিগগিরই সাধারণ কেবিনে স্থানান্তর করা হবে।

তথ্যসূত্র: ইএসপিএন ক্রিকইনফো

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *